My Sports App Download
500 MB Free on Subscription


নিউজিল্যান্ডে সফল হওয়ার মন্ত্র জানালেন মিরাজ

তিন ফরম্যাটে নিউজিল্যান্ডে মাটিতে জয়হীন বাংলাদেশ। ২০ মার্চ থেকে শুরু হওয়া সীমিত ওভারের ক্রিকেট সিরিজে বৃত্ততার বৃত্ত ভাঙ্গতে মুখিয়ে বাংলাদেশ দল। মঙ্গলবার কুইন্সটাউনে দুই দল ভাগ হয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। ম্যাচে ব্যাটসম্যানদের পাশাপাশি পেসারদের প্রস্তুতিটাও বেশ ভালো হয়েছে। ম্যাচ শেষে হাফসেঞ্চুরি পেয়ে স্বেচ্ছায় বিদায় নেওয়া মেহেদী হাসান মিরাজ নিউজিল্যান্ডের উইকেটে সাফল হওয়ার মন্ত্র জানালেন।

নিউজিল্যান্ডের উইকেট সাধারণ পেস নির্ভর হয়ে থাকে। যদিও অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সর্বশেষ সিরিজে স্পিনারদের আধিপত্য বিস্তার করতে দেখা গেছে। মিরাজও মনে করেন নির্দিষ্ট কিছু মেনে বোলিং করলে নিউজিল্যান্ডেও সাফল্য পাওয়া সম্ভব, ‘এখানে ভ্যারিয়েশনটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আমাকে ভেট্টরি বলেছে। এখানে ১/২ বল পরপর ভ্যারিয়েশনটা খুব গুরুত্বপূর্ণ, আস্তে জোরে মিক্স করে এবং লাইন লেংথটা গুরুত্বপূর্ণ। আমি মনে করি ফিল্ডিং সেট করে লাইন লেংথ এবং ভ্যারিয়েশন অনুযায়ী বল করলে উইকেট বের করতে না পারলেও রানটা কনটেইন করা যাবে। আমি চেষ্টা করছি রানটা কিভাবে কম দেওয়া যায়।’

১৪ দিন কোয়ারেন্টিন কাটানোর পর নিজেদের অবস্থা জানাটা জরুরি ছিলো। প্রস্তুতি ম্যাচ শেষে তৃপ্তির ঢেকুর মিরাজের কণ্ঠে, ‘আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো প্রস্তুতি হয়েছে। আমরা শেষ ৭-৮ দিনের মত অনুশীলন করেছি। ওখানেও প্রায় এক সপ্তাহ অনুশীলন করেছি কোয়ারেন্টিনের পরে। এখানেও এসে এক সপ্তাহ অনুশীলন করার পর আজকে একটা ম্যাচ খেললাম। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে সবারই এবং দেখলাম সবাই খুব ভালো এনার্জেটি নিয়ে ম্যাচটা খেলছে। বোলাররা খুব ভালো জায়গায় বল করছে। ব্যাটসম্যানরা খুব কনফিডেন্স নিয়ে ব্যাটিং করছে। আমি মনে করি এই অনুশীলন ম্যাচটা আমাদের খুব আত্মবিশ্বাস দেবে।’