My Sports App Download
500 MB Free on Subscription


৩৫ জনের স্কোয়াডেও নেই আমির-মালিক

নিউজিল্যান্ড সফরে পাকিস্তানের ৩৫ সদস্যের দলে জায়গা হয়নি আসাদ শফিক, মোহাম্মদ আমির এবং শোয়েব মালিকের। ফর্মহীনতার কারণে টেস্ট স্কোয়াডে নেই আসাদ আর তরুণদের পরখ করে দেখতেই আমির-মালিককে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে। 

ধারাবাহিক পারফর্ম করায় ওয়াহাব রিয়াজ এবং মোহাম্মদ হাফিজ আছেন স্কোয়াডে।ডিসেম্বর-জানুয়ারিতে ৩টি টি-টোয়েন্টি এবং ২টি টেস্ট খেলতে নিউজিল্যান্ড যাবে পাকিস্তান। এই সিরিজের আগে মঙ্গলবার আজহার আলীকে সরিয়ে টেস্ট দলের দায়িত্ব দেয়া হয়েছে বাবর আজমকে।

এই সুবাদে বাবর এখন তিন ফরম্যাটেই পাকিস্তানের অধিনায়ক। টেস্টে তিনি ডেপুটি হিসেবে পাচ্ছেন মোহাম্মদ রিজওয়ানকে। টি-টোয়েন্টি সিরিজে তার ডেপুটি হিসেবে থাকবেন শাদাব খান। এছাড়া নিউজিল্যান্ড সফরে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকে সুযোগ দিয়েছেন মিসবাহ। 

তারা হলেন ফাস্ট বোলার আহমেদ বাট, মিডল অর্ডার ব্যাটসম্যান দানিশ আজিজ ও ইমরান বাট এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান রহেল নাজির। মিসবাহ বলেন, 'নিউজিল্যান্ড সিরিজের প্রত্যেকটি ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে উন্নতির জন্য।'

'আহমেদ, ইমরান, দানিশ এবং রোহেলকে আমার শুভকামনা। তারা সব দিক দিয়েই নির্বাচকদের প্রভাবিত করেছেন। আশা করছি তারা তাদের সেরাটা দিয়েই খেলবেন। ফর্মের কারণে আসাদ শফিককে রাখা হয়নি। সর্বশেষ ১৫ ইনিংসে সে মাত্র ৫১০ রান করেছে', আরও যোগ করেন তিনি।

১৮ ডেসেম্বর অকল্যান্ডে মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ২০ এবং ২২ হ্যামিল্টন এবং নেপিয়ারে হবে বাকি দুটি ম্যাচ। ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টটি হবে ৩ জানুয়ারি ২০২১।

পাকিস্তানের স্কোয়াড: আবিদ আলী, আবদুল্লাহ শফিক, ফখর জামান, ইমাম-উল-হক, শান মাসুদ, জিসান মালিক, বাবর আজম (অধিনায়ক), আজাহার আলী, দানিশ আজিজ, ফাওয়াদ আলম, হায়দার আলী, হারিস সোহেল, হোসেন তালাত , ইফতিখার আহমেদ, ইমরান বাট, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ রিজওয়ান, রোহেল নাজির, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, উসমান কাদির, ইয়াসির শাহ, জাফর গোহর, আমাদ বাট, ফাহিম আশরাফ, হারিস রউফ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ মুসা, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, সোহেল খান ও ওহাব রিয়াজ।