My Sports App Download
500 MB Free on Subscription


ইনডোরে সাকিবের অনুশীলন

যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর প্রস্তুতি শুরু করে দিয়েছেন সাকিব আল হাসান। বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের ইনডোরে ঘন্টাদেড়েক ব্যাটিং অনুশীলন করেছেন সাকিব।

সোমবার দিবাগত রাতে দেশে ফেরেন সাকিব। বিমানবন্দরে সবার চোখকে ফাঁকি দিয়ে বাসায় ফেরেন তিনি। এরপর একদিন বিরতি দিয়ে নিজের ৩৩তম জন্মদিনের দিনে মাঠে ফিরেছেন সাকিব। এদিন সকাল ৯টা থেকে একজন থ্রোয়ারকে সঙ্গে নিয়ে ব্যাটিং নিয়ে কাজ করতে দেখা গেছে সাকিবকে। এক ঘন্টার কিছু সময় বেশি ব্যাটিং করে নিজের ব্যাটিংটা ঝালাই করে নিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। থ্রোয়ারের বিপক্ষে বেশ কিছু শটস খেলতে দেখা গেছে সাকিবকে। বাউন্সারের বিপক্ষেও সরব দেখা গেছে বাঁহাতি এই ব্যাটসম্যানকে।

সম্প্রতি সাকিবের একটি স্বাক্ষাৎকারে তুমুল আলোচনার জন্ম হয়। বিসিবির দুই পরিচালকের বিপক্ষে বিস্ফোরক মন্তব্য করে আলোচিত-সমালোচিত হয়েছিলেন সাকিব। যার প্রেক্ষিতে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে বিসিবি ও সাকিব। দুইদিন পর হুট করে দেশে ফিরে আসেন সাকিব। সবারই ধারনা ছিলো বিসিবির সঙ্গে বৈঠক করতেই বুঝি তিনি দেশে ফিরেছেন। কিন্তু না চলতি মাসের শেষে আইপিএল খেলতে ভারতে যোগ দিতেই সাকিবের দেশে আগমন! ১১ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলতে নামবে সাকিবের কলকাতা নাইট রাইডার্স। তার চার/পাঁচদিন আগেই ভারতে যেতে হবে সাকিবকে। যাওয়ার আগে তাই কিছুটা প্রস্তুতি নিয়ে রাখতেই মিরপুরের একাডেমিতে ঘাম ঝড়িয়েছেন সাকিব।

  •