My Sports App Download
500 MB Free on Subscription


স্মিথের আউটের ধরণ নিয়ে হাসির ঠাট্টা

এ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে ১ রানের পর দ্বিতীয় টেস্টেও রবিচন্দন অশ্বিনের বলে শূন্য রানে আউট হয়েছেন টেস্ট ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। গত চার বছরে রানের খাতা খোলার আগেই একবারো আউট হননি তিনি। অথচ সেই স্মিথই কিনা এক সিরিজে অশ্বিনের বলে ১ রানের বেশি না করার আগেই দুইবার আউট হয়ে গেলেন।

শুধু এবারই নয় এর আগে মোট পাঁচবার এই অফ স্পিনারের বিপক্ষে ধঁরাশায়ী হয়েছিলেন স্মিথ। যার দুটিই ছিল অস্ট্রেলিয়ায় নিজেদের মাটিতে বাকি তিনটি ভারতে। স্বভাবতই এ বছর বোর্ডার-গাভাস্কার ট্রফিতে সময়ের এই অন্যতম সেরা ব্যাটসম্যানের ব্যাটিং নিয়ে সমালোচনা হবার কথা।

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে স্মিথের ব্যাটিং দেখে নাকি অস্ট্রেলিয়ার সাবেক বাঁহাতি ব্যাটসম্যান মাইক হাসির মনে হয়েছিল ক্যাচিং অনুশীলন করাচ্ছেন তিনি। অশ্বিনের বিপক্ষে শট খেলতে স্মিথ বেশ অনিশ্চতায় ভোগেন বলেও মনে করেন হাসি।

ইএসপিএন ক্রিকইনফোকে তিনি বলেন, 'সে (অশ্বিন) স্টিভেন স্মিথের উপর বেশ চড়াও হয়েছিল। এটাই তাকে (স্মিথ) বেশ বিরক্ত করেছে। স্মিথের শটটা খুবই অদ্ভুত ছিল। মনে হচ্ছিল যেন সে ক্যাচিং অনুশীলন করাচ্ছে। স্পিনের বিপক্ষে এই স্টিভ স্মিথকে আমরা দেখতে অভ্যস্ত নই। সে যখন অশ্বিনের মোকাবেলা করে তখন সে যেন কিছুটা অনিশ্চতায় ভোগে।'

বক্সিং ডে টেস্টের প্রথম দিনেই মাত্র ১৯৫ রানে গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া। যার পুরো কৃতিত্ব ভারতের দুই বোলার জাসপ্রিত বুমরাহ এবং অশ্বিনের। বুমরাহ ৪ উইকেট নিলেও অশ্বিনের শিকার ৩টি। অস্ট্রেলিয়ার মত পেস বান্ধব উইকেটে স্পিনার অশ্বিনের বোলিং বেশ বিপাকে ফেলেছে অজিদের।

তাই অশ্বিনের প্রশংসা করতেও ভোলেননি হাসি। অস্ট্রেলিয়ার মত উইকেটে পরিস্থিতি বুঝে বল করাটাকেই তাঁর সাফল্যের চাবিকাঠি মানছেন তিনি। ডানহাতি এই স্পিনারের বোলিং বৈচিত্র ব্যাটসম্যন শটস খেলতে অনিশ্চয়তায় ফেলে বলেও মনে করেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

এ প্রসঙ্গে হাসি আরো বলেন, 'সে খুব ভাল বুদ্ধিমান একজন ক্রিকেটার। প্রতিবার অস্ট্রেলিয়ায় আসার পরে তিনি পরিস্থিতি সম্পর্কে ভালো ধারণা লাভ করেন এবং উন্নতি করতে থাকেন। অস্ট্রেলিয়ায় শেষ দু'বার সে বেশ কার্যকর ছিল। আমি তাঁর বোলিং বৈচিত্রগুলি দেখতে পছন্দ করি। তিনি ব্যাটসম্যানদের শট খেলতে সবসময় অনিশ্চয়তায় ফেলেন।'