চলতি মাসের ১২ তারিখে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা ক্রিকেটারদের। এই সফরটি শেষে ফের বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে লঙ্কানরা। বাংলাদেশ সফরে এসে তিনদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকবে হবে শ্রীলঙ্কান ক্রিকেটারদের। তারপরই মুক্তি মিলবে ‘বন্দিদশা’ থেকে।
শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আগামী মে মাসে শ্রীলঙ্কা জাতীয় দল বাংলাদেশে এসে তিনটি ওয়ানডে খেলবে। এখনো পর্যন্ত সব ঠিকঠাক আছে। সফর শুরু করার আগে শ্রীলঙ্কান ক্রিকেটারদের তিনদিন রুম কোয়ারেন্টাইনে থাকতে হবে। তারপর তারা অনুশীলন শুরু করতে পারবে। এরপর একটা অনুশীলন ম্যাচ খেলার সুযোগ পাবে তারা। করোনার বর্তমান পরিস্থিতিতে সিরিজটি আয়োজন কতটা কঠিন এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাহী বলেছেন, ‘আমরা সবকিছু বিবেচনায় রেখেই প্রোগ্রাম করছি। তারপরও যদি কোনো অসুবিধা হয় আমরা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবো।’
হুট করে করোনা পরিস্থিতি খারাপ হয়ে যাওয়াতে জাতীয় ক্রিকেট লিগ বন্ধ করে দিতে বাধ্য হয় বিসিব। করোনার পরিস্থিতি উন্নতি না হলে বন্ধ রাখার সিদ্ধান্তে অটুট বিসিবি, ‘আমরা দুটি রাউন্ড শেষ করে তৃতীয় রাউন্ডের আগে একটা গ্যাপ নিয়েছি। যদি সবকিছু পরিবেশ পরিস্থিতি অনুকুলে হয়, তাহলে আবার এনসিএলটা শুরু করব। এই পরিস্থিতিতে আসলে কিছু করার নেই।’চলতি বছরের জুনে শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হওয়ার কথা এশিয়া কাপ।
কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটিও তখনই। নিউজিল্যান্ডে সঙ্গে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে ভারত। ফলে যথাসময়ে এশিয়া কাপ আয়োজন নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। যদিও বিসিবির প্রধান নির্বাহী জানিয়েছেন, এশিয়া কাপ খেলতে বাংলাদেশ দলের প্রস্তুত থাকার কথা, ‘এশিয়ান ক্রিকেট কাউন্সিল কথা বলাটটা এখানে যুক্তিযুক্ত। তবে আমরা সদস্য দেশ হিসেবে বলতে পারি, আমরা আমাদের প্রস্তুতি নিয়ে রেখেছি। যদি এশিয়া কাপের কোনো স্লট নির্ধারিত হয়, আমরা সেভাবে অংশগ্রহণ করব।’