My Sports App Download
500 MB Free on Subscription


বাংলাদেশে আরও কম সময় থাকতে চায় উইন্ডিজ!

কদিন আগে বাংলাদেশ ঘুরে গেছে ওয়েস্ট ইন্ডিজের পর্যবেক্ষক দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জৈব সুরক্ষা পরিকল্পনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে গেছেন তারা। তবে এই সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। সোমবার তারা জানিয়েছে, এ ব্যাপারে চূড়ান্ত ঘোষণা আসবে সামনের সপ্তাহে।

জানুয়ারিতে এই সফরে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলার কথা ক্যারিবিয়ানদের। তবে আগে থেকে তারা একটি টেস্ট কমানোর কথা বলে এসেছে। ভারতীয় সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, যত দ্রুত সম্ভব এই সিরিজ শেষ করতে চায় ওয়েস্ট ইন্ডিজ। একটি টেস্ট ম্যাচ কমানোর পাশাপাশি দুটি টি-টোয়েন্টিও খেলতে আগ্রহী নয় তারা।

সোমবার ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রেসিডেন্ট রিকি স্কেরিট ক্রিকবাজকে বলেছেন, আসন্ন বাংলাদেশ সফর নিয়ে এখনও তারা সিদ্ধান্ত নেননি। তবে শিগগিরই জানাবেন তারা। তিনি বলেছেন, ‘সফর এখনও চূড়ান্ত হয়নি। কোনও কিছু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’

স্কেরিট যোগ করেন, সবকিছু ভেবেচিন্তে চূড়ান্ত ঘোষণা দেবেন তারা। তাদের কাছে মনে হচ্ছে, এই সফরে অনেক বেশি ম্যাচ। এই সিরিজে কেবল দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে চান কি না জানতে চাইলে স্কেরিটের জবাব, ‘এই সপ্তাহে ঘোষণা আসবে। ২০২০ সালে অনেক ম্যাচ স্থগিত হওয়ায় ২০২১ সালে আমাদের বেশ ঠাঁসা সূচি।’

বিসিবি ক্রিকেট পরিচালন সভাপতি আকরাম খানের কাছ থেকে পাওয়া গেলো স্কেরিটের অনুচ্চারিত জবাব। বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেছেন, ‘তারা যে খেলতে চায় না তা নয়। কিন্তু এখানে অনেক দিন ধরে থাকার জন্য প্রস্তুত নয় তারা। ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা সিরিজে সম্প্রতি জৈব সুরক্ষা বলয়ে ঝামেলা হয়েছে। আসন্ন সিরিজে দুটি টি-টোয়েন্টি ও একটি টেস্ট হয়তো না-ও হতে পারে।’

  •