অস্ট্রেলিয়া-ভারত সিরিজ মানেই যুদ্ধের দামামা। মাঠের লড়াইয়ের থেকেও এখানে কথার লড়াই মুখ্য হয়ে ওঠে। এই যেমন সদ্য সমাপ্ত তৃতীয় টেস্টে ইনজুরি নিয়ে ব্যাট করার সময় অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইনের স্লেজিংয়ে শিকার হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।
এমনিতেই চলমান টেস্টে কনুইয়ের ইনজুরিতে পড়েছেন ঋষভ পান্ত, হ্যামিস্ট্রিংয়ের চোটে ভুগছেন হানুমা বিহারি আর রবিচন্দ্রন অশ্বিনের ইনজুরি আরো ভয়াবহ। গত রাতে ভয়ঙ্কর পিঠের ব্যাথা এবং অবিশ্বাস্য যন্ত্রণায় দাড়িয়ে থাকার সামর্থ্যটুকু হারিয়ে ফেলেছিলেন তিনি।
ইনজুরিতে পড়া এই তিনজনই বলতে গেলে হারতে বসা একটি ম্যাচ ড্র করে ফেলেছেন। দিনের খেলার তখন আর মাত্র ১০ ওভার বাকি। ক্রিজে অপরাজিত আছেন অশ্বিন এবং বিহারি। ম্যাচ ড্র করতে আর ১০ ওভার কাটিয়ে দিতে হত তাদের। অস্ট্রেলিয়ার টেস্ট জিততে প্রয়োজন ৫ উইকেট।
অশ্বিনের মনোবল ভেঙ্গে দিতে উইকেটের পিছন থেকে স্লেজিংয়ের ছলে পে্ইন বলেন, 'গ্যাবায় তোমাকে পেতে তর সইছে না।' পিঠের ব্যাথা নিয়ে ব্যাট করা অশ্বিনও কম যান না। পেইনের কথার জবাবে তিনিও পাল্টা স্লেজিং করে বলেন, 'ভারতেও তোমাকে পেতে তর সইছে না। সেটাই তোমার শেষ সিরিজ হতে যাচ্ছে।'
বরাবরই কথার লড়াইয়ে পটু পেইন এবারও নাছোড়বান্দা। পিঠের ব্যাথায় কাঁতর অশ্বিনকে এবার তিনি স্লেজিং করলেন তাঁর ইনজুরি নিয়ে। উইকেটের পিছনে দাড়িয়ে অশ্বিনের সতীর্থদের খোঁটা দিয়ে পেইন বললেন, 'অন্তত আমার দলের সতীর্থরা আমার খেয়াল রাখে।'
পেইনের এত কড়া স্লেজিংও অশ্বিনের মনোবল টলাতে পারেনি। দিনের শেষ ১০ ওভার বিহারিকে সঙ্গে নিয়ে নিরাপদে কাটিয়ে দেন অশ্বিন। ফলে ৪০৭ রানের জবাবে ৩৩৪ রানে ৫ উইকেট হারিয়ে পঞ্চম দিন শেষ করে ভারতকে জয়ের সমান এক ড্র উপহার দেন।