My Sports App Download
500 MB Free on Subscription


আইপিএল খেলতে দেশ ছাড়লেন মোস্তাফিজ

ভারতের মুম্বাইয়ে কোয়ারেন্টাইন শেষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার অপেক্ষায় সাকিব আল হাসান। আরেক বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমান রবিবার বিকেলে ভারতে গেলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ওয়াসিম খান। 

সাতদিনের বাধ্যতামূলক কোয়ারান্টাইন শেষে মাঠে ফিরবেন বাঁহাতি পেসার। সাকিবকে দলে টেনেছে কলকাতা নাইট রাইডার্স। মোস্তাফিজের ঠিকানা রাজস্থান রয়্যালস। রবিবার সকালে নিউজিল্যান্ড থেকে দেশে ফিরেছে বাংলাদেশ। দলের সঙ্গে এসেছেন মোস্তাফিজও। তবে অন্যান্য ক্রিকেটারের মতো বিমানবন্দর থেকে বের হননি মোস্তাফিজ। বিকেলে ৩.৩০ মিনিটের ফ্লাইটে কলকাতা উড়াল দিয়েছেন তিনি। নিউজিল্যান্ড থেকে কোভিড নেগেটিভ সার্টিফিকেট নিয়ে দেশে ফিরছেন তিনি।

বিমানবন্দর থেকে বের হলে তার আবারো কোভিড পরীক্ষা করানো লাগতো। এজন্য বিমানবন্দরে রয়ে গেছেন তিনি। আইপিএল চলাকালীন ২ টেস্ট ম্যাচের সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ দল। এই সিরিজে মোস্তাফিজ বিবেচনায় না থাকায় আইপিএলে খেলার অনুমতি পেয়েছেন। সাকিব দলে অটোমেটিক চয়েজ হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য দেশের খেলা বাদ দিয়ে আইপিএল খেলার সিদ্ধান্ত নিয়েছেন।