My Sports App Download
500 MB Free on Subscription


সরকারী অনুমতি মিললেই কেবল মাঠে বসে খেলা দেখার সুযোগ

চলতি মাসের ২২/২৩ তারিখে বঙ্গবন্ধুর নামে ৫ দলকে নিয়ে একটি টুর্নামেন্ট আয়োজন করছে বিসিবি। পরিকল্পনা অনুযায়ি আগামী বৃহস্পতিবার স্থানীয় এক হোটেলে প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ৫ টি দল চূড়ান্তও হয়ে গেছে। তবে কিছু কিছু বিষয়ে এখনো চূড়ান্ত হয়নি। যেমন দর্শক, ভেন্যুর ব্যাপারে কয়েকদিনের মধ্যেই সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবির প্রধান নির্বাহী নানা বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন। টি-টোয়েন্টি কাপের আপডেট প্রসঙ্গে তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ২০২০ নিয়ে আমরা অনেকদুর এগিয়েছি। আমরা এখন পর্যন্ত আমাদের টিম স্পন্সর চূড়ান্ত করেছি। এর বাইরেও আমাদের যে ব্রডকাস্টিং বিষয়টাটিও আমরা চূড়ান্ত করেছি এবং এছাড়া অন্যান্য যে রাইটস আছে সেগুলো নিয়ে আমরা কাজ করছি। ১২ নভেম্বর য়ার ড্রাফটটের পর দলগুলো গঠন পরবর্তী কার্যক্রম শুরু হবে।’

তিন দলের ওয়ানডে টুর্নামেন্টটি দর্শকবিহীন মাঠেই আয়োজন করেছে বিসিবি। টি-টোয়েন্টিতে তেমনটি হবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাহী বলেছেন, ‘এখন পর্যন্ত সরকারের যে গাইডলাইন আছে সে অনুযায়ী আমাদের দর্শক, সাধারণ দর্শকদের খেলা দেখার ব্যাপারে কিছু সীমাবদ্ধতা রয়েছে। আমরা তারপরও এ ব্যাপারে সরকারের সঙ্গে যোগাযোগ করে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেব।’৫ দলের টি-টোয়েন্টি কাপের ভেন্যু হিসেবে মিরপুর ও সিলেটকে প্রাথমিক ভাবে বিবেচনা করেছিল বিসিবি। কিন্তু শেষ পর্যন্ত করোনা পরিস্থিতির কাছে নতি স্বীকার করে মিরপুরের সবগুলো ম্যাচ আয়োজন করতে পারে বিসিবি, ‘এ মুহূর্তে আমাদের পরিকল্পনা মিরপুরকে ঘিরেই। সেক্ষেত্রে সূচীতে আমাদের কিছু এডজাস্টমেন্ট করতে হবে। সেভাবেই আমরা পরিকল্পনা করছি।’

  •