My Sports App Download
500 MB Free on Subscription


লুইসের জন্য বিশেষ অনুমতির অপেক্ষায় বিসিবি

বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে জন লুইসকে। দায়িত্ব বুঝে নিতে বৃহস্পতিবার সকালে ঢাকায় পা রেখেছেন এই ইংলিশ কোচ। বাংলাদেশের আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রস্তুতি শুরু হবে ১০ জানুয়ারি। প্রস্তুতির শুরু থেকেই তাঁকে পাওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

যদিও ব্রিটিশ নাগরিকদের জন্য বাংলাদেশ স্বাস্থ্য অধিদফতর ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে। তবে লুইসের কোয়ারেন্টাইনের মেয়াদ কমানোর জন্য স্বাস্থ্য অধিদপ্তরের কাছে আবেদন করেছে বিসিবি। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি।

তিনি বলেন, ‘ব্রিটিশ নাগরিকদের ক্ষেত্রে ১৪ দিনের বিধিনিষেধ রয়েছে। আমরা সে ব্যাপারে সরকারের সঙ্গে কথা বলেছি। সংশ্লিষ্ট অধিদফতরের সঙ্গে কথা বলেছি। বিশেষ অনুমতির জন্য আবেদন করা হয়েছে। শুধু জন লুইস নন আরও যেকজন ব্রিটিশ স্টাফ রয়েছেন তাদের মওকুফের জন্য আবেদন করা হয়েছে। এটি ইতোপূর্বেও সরকার আমাদের দিয়েছিলেন সেটা প্রক্রিয়াধীন আছে। সেটি হলে আর পরপর দুইটি পরীক্ষায় নেগেটিভ প্রমাণিত হলেই তারা দলের সঙ্গে যোগ দিবেন।’

ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজকে সামনে রেখে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, ফিল্ডিং কোচ রায়ান কুক এবং বোলিং কোচ রায়ান কুক শুক্রবার ঢাকায় পা রাখবেন। তাদের অবশ্য তিনদিনের বেশি কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে না। বাংলাদেশে এসে দুইবার করোনা পরীক্ষায় নেগেটিভ প্রমাণিত হলেই তারা টাইগারদের সঙ্গে যোগ দিতে পারবেন। 

বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে এবং ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ১০ জানুয়ারি বাংলাদেশে পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজ শেষে ফেব্রুয়ারি-মার্চে নিউজিল্যান্ড সফরের কথা রয়েছে বাংলাদেশের। মূলত এই দুই সিরিজের জন্যই আপাতত বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে লুইসকে।

  •