My Sports App Download
500 MB Free on Subscription


ব্রিসবেনে বুমরাহ থাকলে সুবিধা হতো ভারতের

তৃতীয় টেস্ট ড্র করে সিরিজ জমিয়ে তুলেছে ভারত। ব্রিসবেন টেস্টে জয়ী দলই সিরিজ নিজেদের করে নিবে। কিন্তু গ্যাবায় অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়া। তাঁর ওপর ভারত দলের অধিকাংশ ক্রিকেটারই ইনজুরিতে। যার সর্বশেষ সংযোজন অভিজ্ঞ পেস বোলার জাসপ্রিত বুমরাহ।

তলপেটে ব্যাথার কারণে সিরিজের চতুর্থ টেস্টে তিনি প্রায় অনিশ্চিত। তাই ভারতীয় টিম ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ। যদিও টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয়েছে ম্যাচের আগের দিন বুমরাহ ৫০ ভাগ সুস্থ হলেই তাঁকে খেলানোর ব্যাপারে সিদ্ধান্ত নেবে তাঁরা।

ভারতের সাবেক পেসার ও বর্তমানে বোর্ড অফ ক্রিকেট ফর কন্ট্রোল ইন ইন্ডিয়ার (বিসিসিআই) ক্রিকেট পরামর্শক কমিটির প্রধান মদন লালও তাই ভাবছেন। বুমরাহ অনুপস্থিতি ভারতের বোলিং লাইন আপকে কঠিন পরীক্ষায় ফেলবে। তাই বুমরাহর দলের জন্য উপকার বয়ে আনত বলে বিশ্বাস তাঁর।

এশিয়ান নিউজ এজেন্সিকে তিনি বলেন, 'মাঠের হিসাবে ব্রিসবেন একটু অন্যরকম। তাই আমি মনে করি ভারতীয় দলের জন্য অনেক চ্যালেঞ্জ আসবে। এবং আমি অনুভব করি বুমরাহ যদি এই ম্যাচটি খেলে ভারতীয় দলের পক্ষে তা অনেক উপকারী হবে।'

বুমরাহর সঙ্গে অনিশ্চিত হানুমা বিহারিও। এদিকে রবীচন্দ্রন অশ্বিন পিঠের ব্যাথা নিয়ে তৃতীয় টেস্ট খেলেছেন। সেরা খোলায়াড়দের ইনজুরি দল গঠনে টিম ম্যানেজমেন্টকে বড় সমস্যায় ফেলবে বলেও মনে করেন লাল। তবে এটিকে অতিরিক্ত ক্রিকেটারদের নিজেকে প্রমাণের ভালো সুযোগ হিসেবে দেখছেন তিনি।

লাল আরো বলেন, 'ভারতীয় দলের পক্ষে সামনে কঠিন পরীক্ষা রয়েছে। দলের অর্ধেকেরও বেশি সদস্য ইনজুরিতে, দলের সেরা খেলোয়াড়রাও ইনজুরিতে। এখন পর্যন্ত তাদের পক্ষে সেরা একাদশ নির্বাচন করা বেশ কঠিন মনে হচ্ছে। তবে দলের অধিকাংশ ক্রিকেটার ইনজুরির কারণে অতিরিক্ত খেলোয়াড়রা ভালো সুযোগ পাবে।'

  •