সাবেক ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান কিরণ মোরে মহেন্দ্র সিং ধোনিকে প্রশংসায় ভাসিয়েছেন। ভারতীয় ক্রিকেটের ঝড়ো উত্থানের পেছনের কারিগর হিসেবেও ধোনিকে মূল্যায়ন করেছেন তিনি। স্ট্যাম্পের পেছনে থেকে ধোনি বোলারদের নিয়মিত নির্দেশনা দিতেন। তাঁর সেসব নির্দেশনা স্পিনাররা পাচ্ছেন না বলেই ধারণা মোরের। সাবেক ভারতীয় প্রধান নির্বাচকের মতে একারণেই কিছুটা সংগ্রাম করছেন রবীন্দ্র জাদেজা-কুলদীপ যাদবের মতো স্পিনাররা ।
সম্প্রতি ভারতীয় প্রমীলা ক্রিকেট দলের কোচ উকেরি রামান এর সাথে আলাপচারিতায় এমন মন্তব্য করেছেন তিনি। জাদেজা-যাদবরা আগের মতো স্বাচ্ছন্দ্যে বল করতে পাড়ছেন না বলেও ধারণা তাঁর। তাঁর অনুপস্থিতি ভারতীয় স্পিনারদের পারফরম্যান্সের নিন্মমুখী বলেও মনে করেন তিনি।
কিরণ বলেন, 'ধোনির সময়ে তিনি নিয়মিত হিন্দি ভাষায় বোলারদের লাইন-লেন্থের নির্দেশনা দিতেন। এখন ধোনি উইকেটের পেছনে নেই। তাকে ছাড়া ভারতীয় স্পিনাররা সংগ্রাম করছেন। আপনি দেখে থাকবেন কুলদীপ বা জাদেজা আগের মত বোলার নন। ধোনি ১০-১২ বছর যাবত যেভাবে বোলারদের সাথে কথা বলেছেন কোহলির নিজের বাউন্ডারির ফিল্ডিং অবস্থান পরিবর্তন করতে হয়েছে। তাকে এখন শর্ট এক্সট্রা কাভার বা মিড অফে ফিল্ডিং করতে হচ্ছে।'
ধোনির অভিষেকের সময়ে প্রধান নির্বাচক ছিলেন কিরণ মোরে। ধোনিকে দলে নেয়ার মূল কারণ ছিলো অভিজ্ঞ ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়কে তারা উইকেটরক্ষণের দায়িত্ব থেকে বিশ্রাম দিতে চেয়েছিলেন। তখন দলে শেবাগ-যুবরাজের মত আক্রমণাত্বক ব্যাটসম্যানের সঙ্গে যুক্ত করা হয় ধোনিকে।
পরবর্তীতে অধিনায়কত্ব পেয়ে তিনি উইকেটরক্ষক ব্যাটসম্যানের নতুন দৃষ্টান্ত স্থাপন করেন। ধোনিকে আদর্শ মেনে বর্তমানে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মত পরাশক্তিরাও অধিনায়ক হিসেবে উইকেটরক্ষক ব্যাটসম্যানের পেছনে ছুটেছে।
'ধোনির মত আরো একজনকে খুঁজে পাওয়া কঠিন। যদিও পাকিস্তান, ইংল্যান্ড,দক্ষিণ আফ্রিকার মত দলগুলোও বর্তমানে ধোনির উইকেটরক্ষক ব্যাটসম্যানকে অধিনায়ক করার চেষ্টা করছে। কারণ উইকেটরক্ষকের অবস্থান ম্যাচ পরিস্থিতি বোঝার আদর্শ জায়গা। তাঁরা এখন এর সুবিধা বুঝতে পারছেন এবং সুবিধা কাজে লাগাতে চাচ্ছেন,' মোরে যোগ করেন।
ভারতকে সর্বজয়ী দল হিসেবে গড়ে তোলার কারিগর সাবেক অধিনায়ক ধোনি। তিনি অবসরে গেলেও তাঁর অভাব প্রতি ম্যাচেই টের পাচ্ছেন ভারতের স্পিনাররা। আর সেটি ভারতের স্পিনারদের বর্তমান সময়ের পারফরম্যান্সই প্রমাণ করে দেয়।