My Sports App Download
500 MB Free on Subscription


ছুটি কাটাতে গিয়ে চোট, ছিটকে গেলেন প্যাটিনসন

ক্যারিয়ারের শুরু থেকেই চোটের সঙ্গে লড়াই করছেন জেমস প্যাটিনসন। যে কারণে এই অভিজ্ঞতা তাঁর কাছে নতুন কিছু নয়। বারবার খেলতে গিয়ে চোটে পড়লেও এবার ভিন্ন এক কারণে চোটে পড়েছেন এই পেসার। এর ফলে ভারতের বিপক্ষে তৃতীয় টেস্ট শুরুর আগে দলে থেকে ছিটকে গেছেন ডানহাতি এই পেসার।

বক্সিং ডে টেস্টের পর কয়েকদিনের জন্য ছুটি পেয়েছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। সেই ছুটি কাটাতে গিয়েই বিপত্তি ঘটিয়েছেন এই পেসার। নিজ বাড়িতে পড়ে গিয়ে পাঁজরে চোট পেয়েছেন তিনি। প্যাটিনসনের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

ডানহাতি এই পেসার চোটে পড়লেও তাঁর পরিবর্তে আপাতত কাউকে দলে নেয়া হচ্ছে না বলে জানিয়েছেন সিএ। ব্রিসবেনে অনুষ্ঠেয় চতুর্থ টেস্ট শুরুর আগে তাঁর চোটের অবস্থা বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

প্যাটিনসন ছিটকে যাওয়ায় খুব বেশি বিপাকে পড়তে হবে না অস্ট্রেলিয়াকে। কারণ দলটির নিয়মিত তিন পেসার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং জশ হ্যাজেলউডরা ছন্দ রয়েছেন। তারা ছন্দে থাকায় প্রথম দুই টেস্টের দলে জায়গা পাননি প্যাটিসন।

মূলত কেউ চোটে পড়লেই কেবল খেলার সুযোগ পেতেন ডানহাতি এই পেসার। তিনি ছিটকে যাওয়ার পরও দলে এখনও অতিরিক্ত দুই পেসার রয়েছে। তৃতীয় টেস্টের আগে আবার কেউ ইনজুরিতে পড়লে কিংবা ম্যাচ চলাকালীন চোটে পড়লে তাঁর পরিবর্তে মাঠে নামার সুযোগ পেতে পারেন স্কোয়াডে থাকা শন অ্যাবট ও মাইকেল নেসার।

৭ জানুয়ারি সিডনিতে হবে সিরিজের তৃতীয় টেস্ট। এরপর ১৫ জানুয়ারি ব্রিসবেনে মাঠে গড়ানোর কথা রয়েছে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টের। যদিও শেষ ম্যাচটি নিয়ে তৈরি হয়ে শঙ্কা।

অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড:
টিম পেইন (অধিনায়ক), প্যাট কামিন্স, শন অ্যাবট, ক্যামেরন গ্রিন, জোশ হ্যাজেলউড, মার্কাস হ্যারিস, ট্র্যাভিস হেড, ময়সেস হেনরিকস, মার্নাস ল্যাবুশেন, নাথান লায়ন, মাইকেল নেসার, উইল পুকোভস্কি, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মিচেল সুইপসন, ম্যাথু ওয়েড এবং ডেভিড ওয়ার্নার।

  •