My Sports App Download
500 MB Free on Subscription


মুক্ত হয়ে কুইন্সটাউনে গেলেন ক্রিকেটাররা

১৪ দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষ করে মুক্তো এখন ক্রিকেটাররা। আজ থেকে স্বাধীনভাবে চলা ফেরা করতে পারবেন তামিম-মুশফিকরা। স্থানীয় সময় সন্ধ্যায় ক্রাইস্টচার্চ ছেড়ে কুইন্সটাউনের উদ্দেশ্য রওয়ানা হয়ে ইতিমধ্যে পৌঁছেও গেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, ‘আজ স্থানীয় সময় বিকাল ৩টায় (বাংলাদেশ সময় সকাল ৮টা) হোটেল থেকে চেকআউট করে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। প্রায় তিন ঘণ্টা ক্রিকেটাররা ইচ্ছামত ঘুরে-বেড়ানোর পর স্থানীয় সময় সন্ধ্যায় কুইন্সটাউনের উদ্দেশ্য রওয়ানা হয়। সবাই সুস্থ ভাবেই কুইন্সটাউনে ফিরেছেন।'কুইন্সটাউনের উদ্দেশে যাত্রা করার আগেরদিন চতুর্থবারের মতো করোনা পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় সবার ফলও নেগেটিভ এসেছে। সব মিলিয়ে তাই স্বস্তির সু-বাতাস বাংলাদেশ শিবিরে। আজই প্রথম পুরো দল একসঙ্গে হতে পেরেছে, একসঙ্গে ঘুরে-বেড়ানোর অনুমতি পেয়েছে।২৫ ফেব্রুয়ারি সকালে নিউজিল্যান্ডে পা দিয়েই প্রথম দফা করোনা পরীক্ষা হয় ক্রিকেটারদের। তৃতীয় দিনের মাথায় হয় দ্বিতীয় পরীক্ষা।

২ মার্চ তৃতীয় কোভিড পরীক্ষায় সবাই নেগেটিভ হওয়ার পর জিম করার সুযোগ পেয়েছিলেন। তার পর দিন থেকে ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে অনুশীলনে নামেন। এরপর গতকাল (সোমবার) ১২তম দিনে করানো হয় চতুর্থ পরীক্ষা। চারবারই টিম বাংলাদেশের ক্রিকেটার, কোচিং-সাপোর্টিং স্টাফ আর অফিসিয়ালসরা নেগেটিভ রেজাল্ট হয়। কুইন্সটাউনে ৫ দিনের অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ। ওখান থেকে ১৬ মার্চ পুরো দল চলে যাবে ডানেডিনে। আগামী ২০ মার্চ ডানেডিনে প্রথম ওয়ানডে দিয়েই শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে লাল-সবুজ জার্সিধারীদের লড়াই। এরপর ২৩ ও ২৬ মার্চ হবে বাকি দুটি ওয়ানডে; ভেন্যু যথাক্রমে ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটন। ক্রাইস্টচার্চের ম্যাচটি কেবল দিবা-রাত্রির।ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দু’দল। ম্যাচ তিনটি ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল অনুষ্ঠিত হবে যথাক্রমে নেপিয়ার, অকল্যান্ড ও হ্যামিল্টনে।