My Sports App Download
500 MB Free on Subscription


নিউজিল্যান্ডে ২২ দিন কাজ করবেন ভেট্টরি

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে শেষ কাজ করে গত মার্চে বাংলাদেশ ছাড়েন ড্যানিয়েল ভেট্টরি। করোনা মহামারির কারণে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ থাকায় এই স্পিন বোলিং কোচকে পায়নি বাংলাদেশ। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আগে নিজ দেশের কোয়ারেন্টিন জটিলতায় বাংলাদেশে আসা হয়নি তার। তবে নিউজিল্যান্ড সফরের দলের সঙ্গে যুক্ত হচ্ছেন কিউই এই স্পিনার। সফরে ২০ থেকে ২২ দিনের মতো কাজ করবেন তাইজুল-মেহেদীদের এই কোচ।

বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে ১০০ দিনের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন ভেট্টরি। ইতিমধ্যে ৬০ দিন মেয়াদ শেষ হয়েছে তার। গুঞ্জন উঠেছিল নিউজিল্যান্ড সফর দিয়েই বাংলাদেশে দলের কোচ হিসেবে ইতি ঘটবে ভেট্টরি। এ ব্যাপারে বিসিবি সরাসরি কিছু না জানালেও বিসিবির প্রধান নির্বাহী নিশ্চিত করেছেন নিউজিল্যান্ডে ২০ থেকে ২২ দিনের মতো কাজ করবেন তিনি, ‘উনার (ভেট্টরি) মত একজন কিংবদন্তী ক্রিকেটারের ক্ষেত্রে আমরা তার বিষয়টাকে অন্যভাবে দেখছি। বোর্ড মনে করে ভেট্টোরির মত একজন কিংবদন্তীর বাংলাদেশের দলের ড্রেসিং রুমে থাকাটা অন্যরকম ভ্যালু অ্যাড করে। নিউজিল্যান্ডের কন্ডিশনে উনার অভিজ্ঞতা আমাদের কাছে অনেক মূল্যবান।

সুতরাং বোর্ড সবকিছু চিন্তাভাবনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছে। দিনের হিসেবে উনি নিউজিল্যান্ডে ২০-২২ দিন বাংলাদেশ দলের সাথে থাকবেন।’ওয়েস্ট ইন্ডিজ সফরে অন্য কোচিং স্টাফরা দলের সঙ্গে থাকলেও ছিলেন না ভেট্টরি। কেন তিনি ছিলেন না সেই ব্যাখাও দিয়েছেন প্রধান নির্বাহী, ‘ভেট্টোরি অনেকদিন ধরে বাংলাদেশ দলের সাথে সম্পৃক্ত আছেন এবং সার্ভিস দিচ্ছেন। কিন্তু করোনার কারণে উনার মুভমেন্টে সমস্যা ছিল। এই কারনেই তিনি দলের সঙ্গে যুক্ত হতে পারেননি। এখন বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরেই যুক্ত হচ্ছেন।’

  •