My Sports App Download
500 MB Free on Subscription


কোয়ারেন্টিন কাটিয়ে মাঠে ফিরেছে শ্রীলঙ্কা

গত রবিবার আইসিসির ওয়ানডে সুপার লিগের ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসে শ্রীলঙ্কা ক্রিকেট দল। তিনদিনের বাধ্যতামূলক রুম কোয়ারেন্টিন শেষে অবশেষে মুক্ত হয়েছেন কুশল পেরেরারা। মুক্ত হওয়ার পর দিনই ছুটে এসেছে অনুশীলনে। মিরপুরের একাডেমিতে শ্রীলঙ্কা দল দুপুর থেকে অনুশীলন করেছে।

তবে অনুশীলনে ফেরার আগে দুই দফা করোনা পরীক্ষা দিতে হয়েছে লঙ্কান ক্রিকেটারদের। দুইবার নেগেটিভ হয়েই অনুশীলনে ফিরতে পেরেছেন তারা।বুধবার দুপুর দুইটায় অনুশীলনে আসে শ্রীলঙ্কা। বিকাল ৫টা পর্যন্ত তিন ঘন্টা অনুশীলন করেই হোটেলে ফেরেন তারা। মিরপুরের একাডেমিতে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব কিছুই করেছে লঙ্কান ক্রিকেটাররা। বৃহস্পতিবার আরও একটি একই সময়ে অনুশীলন করবেন। পরদিন বিকেএসপিতে নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা।

সফরের আগে বাংলাদেশ সিরিজেই শ্রীলঙ্কার দায়িত্ব পেয়েছেন কুশল পেরেরারা। তারুণ্যনির্ভর দল নিয়ে লঙ্কানদের ২০২৩ বিশ্বকাপের প্রস্তুতিও শুরু হচ্ছে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়েই।করোনার প্রকোপে জৈব সুরক্ষা বলয়ে কোনও ছাড় দিচ্ছি না বিসিবি। গত বছর জৈব সুরক্ষা বলয়ে একটি আন্তর্জাতিক সিরিজ ও দুটি টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করা হয়েছিল। সেসব অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই এবার শ্রীলঙ্কা সিরিজে আরও কঠোর বিসিবি। শ্রীলঙ্কা গত রবিবার থেকেই বলয়ের ভেতর রয়েছে। অন্যদিকে আজ অনুশীলন করে বলয়ে ঢুকে গেছে বাংলাদেশও।

২৩ মে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে মাঠে গড়াবে। ২৫ ও ২৮ মে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে।শ্রীলঙ্কা দল: কুশল পেরেরা (অধিনায়ক), কুশল মেন্ডিস, দানুশকা গুনাথিলাকা, ধনাঞ্জয়া ডি সিলভা, পাথুম নিসানকা, নিরোশান ডিকবেলা, অশেন বান্দারা, দাসুন শানাকা, ইসুরু উদানা, রমেশ মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, লাকশান সান্দাকান, আকিলা ধনাঞ্জয়া, অজিথা ফার্নান্ডো, বিনুরা ফার্নান্ডো, শিরান ফার্নান্ডো, দুষ্মন্থ চামিরা।

  •