My Sports App Download
500 MB Free on Subscription


শরিফুল এবার টেস্ট দলে

২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ। বুধবার ক্যান্ডির অদূরে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে। মাঠে নামার ১৪ ঘন্টা আগে বিসিবি প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। বাঁহাতি পেসার শরীফুল ইসলামকে নিয়ে প্রথম টেস্টের দলে রাখা হয়েছে।

সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করলেও শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৫ জনের দল দিয়েছে নির্বাবচকরা। শ্রীলঙ্কা সফরের প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়া ক্রিকেটারদের সংখ্যা ৬ জনের। তারা হলেন- নাঈম হাসান,খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম, শুভাগত হোম, শহিদুল ইসলাম, নুরুল হাসান।টেস্ট সিরিজ শুরুর আগে ১৭ ও ১৮ এপ্রিল সফরকারীরা দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে। স্বাগতিক বোর্ড দুই দিনের প্রস্তুতি ম্যাচের জন্য কোনও দল না দেওয়াতেই বড় স্কোয়াড নিয়ে শ্রীলঙ্কা সফরে যেতে হয়েছে বাংলাদেশ দলকে।

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের দুটি টেস্ট হবে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই মাঠে আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও এই প্রথম সেখানে টেস্ট খেলবে বাংলাদেশ। ২১ এপ্রিল প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৯ এপ্রিল। বাংলাদেশ দল শ্রীলঙ্কায় সবশেষ টেস্ট খেলেছে ২০১৭ সালে। সেবার গলে প্রথম টেস্ট হারলেও দ্বিতীয় ম্যাচে নিজেদের শততম টেস্টে স্মরণীয় জয় পায় বাংলাদেশ।প্রথম টেস্টের বাংলাদেশ স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহী, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী ও শরীফুল ইসলাম।

  •