ইন্টারন্যাইশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রতি সপ্তাহেই তাদের সোশ্যাল মিডিয়া পেইজগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ক্রিকেট ভক্তদের তোলা ক্রিকেট বিষয়ক ছবি শেয়ার করে। কিছুদিন আগে আইসিসি তাদের ফেসবুক পেজে লক্ষ্মীপুরের রামগঞ্জের একটি বাড়ির আঙিনায় শিশুদের খেলার ছবি পোস্ট করেন। ছবিটি ক্রিকেট ভক্তরা খুব পছন্দ করেছিল। গত বছর কুড়িগ্রাম জেলার ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলের কিশোরদের খেলার একটি ছবি পোস্ট করার পর আলোড়ন তুলেছিলো। এই সপ্তাহে আইসিসি কক্সবাজারের ‘গলি ক্রিকেট’ তুলে ধরেছেন ক্রিকেট ভক্তদের কাছে।
ছবিটিতে দেখা গেছে একটি গলিতে কয়েকজন তরুণ মিলে ক্রিকেট খেলতে। বোলার, কিপার, ব্যাটসম্যান থাকলেও নেই কোন স্ট্যাম্প। পাশেই দেয়ালের উপর বসে সেটি উপভোগ করছেন আরও কয়েকজন। আইসিসি ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছে, ‘স্টাম্প ছাড়াই গলি ক্রিকেট।’মঙ্গলবার রাত ছবিটি পোস্ট করা হয়। নাজমুল হুদার তোলা ছবিটি ফেসবুক ও টুইটারে পোস্ট করার পর নিমিশেই ভাইরাল হয়ে যায়। টুইটারে এখন পর্যন্ত শেয়ার করা হয়েছে ৪৪৫ বার। আর তাতে কমেন্ট হয়েছে ২ হাজার। ছবিটিকে লাইক করা হয়েছে ৫৫ হাজার। টুইটারেও ছবিটিকে লাইক করা হয়েছে ৭ হাজার বার। শেয়ার করা হয়েছে ৬২ বার আর রিটুইট করা হয়েছে ১৩৯টি।