কিছু দিন আগেই নিউজিল্যান্ড সফরে থাকা পাকিস্তান দলের ৭ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছিল। সেই সাত জনকেই তৎক্ষণাৎ আইসোলেশনে পাঠিয়ে দেয়া হয়েছিল।
অবশেষে সেই সাত জনের ভেতর থেকে সুস্থ্য হয়ে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন মোহাম্মদ আব্বাস এবং সরফরাজ আহমেদ। সোমবার দলের বাকি নেগেটিভ সদস্যদের সঙ্গে অনুশীলন করেছেন এই দুই ক্রিকেটার।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, করোনা শণাক্ত হবার পরপরই আইসোলেশনে চলে গিয়েছিলেন আব্বাস এবং সরফরাজ। করোনামুক্ত হওয়ায় দলের সঙ্গে অনুশীলনের অনুমতি পেয়েছেন তাঁরা।
নিউজিল্যান্ডে পৌঁছেই করোনা পরীক্ষা করানো হয়েছিল পাকিস্তান দলের। সেখানে প্রথমবারের পরীক্ষায় পজিটিভ হন ছয় জন। দ্বিতীয়বার পরীক্ষা করানো হলে আরও একজন করোনা আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছিল। এই সফরে পাকিস্তানের ৫৩ জনের বহরের ভেতর ৭ জন করোনা পজিটিভ হয়েছেন।
সে সময় পাকিস্তান দলের বিরুদ্ধে কোয়ারেন্টাইন নীতি ভঙ্গের অভিযোগও এসেছিল। ক্রিকেট নিউজিল্যান্ড সে সময় জানিয়েছিল, 'সিসিটিভি ফুটেজে দেখা যায় দলের কিছু সংখ্যক সদস্য আইসোলেশন ভঙ্গ করেছেন। তা স্বত্ত্বেও কঠোর কোয়ারেন্টাইন নীতি মেনে চলতে তাদের সঙ্গে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি।'
এর আগে ইংল্যান্ড সিরিজের আগে জাতীয় দলের ৯ ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছিলেন। সেই নয় জনের ভেতর থাকা দুইজন আবারো করোনায় আক্রান্ত হলেন নিউজিল্যান্ড সিরিজের আগে।
নিউজিল্যান্ড সফরে পাকিস্তান জাতীয় দল ৩টি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট সিরিজ খেলবে। যেটি ২০ ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।