My Sports App Download
500 MB Free on Subscription


রঙ্গিন ক্যাপে আইপিএল রাঙ্গানোর অপেক্ষায় মোস্তাফিজ

আইপিএলে বাংলাদেশের প্রতিনিধি আছেন দুইজন। একজন সাকিব আল হাসান, আরেকজন মোস্তাফিজুর রহমান। সাকিব কলকাতার আর মোস্তাফিজ খেলবেন রাজস্থান রয়্যালসের হয়ে। যদিও কোয়ারেন্টিন ইস্যুতে ১২ এপ্রিল রাজস্থানের উদ্বোধনী ম্যাচে দেখা যাবে না মোস্তাফিজকে। তবুও দল থেকে পাওয়া রঙ্গিন ক্যাপ নিয়ে রঙ্গিন শুরুর অপেক্ষাতে প্রহর গুনছেন এই বাঁহাতি পেসার।

নিজের ফেসবুক পেজে গোলাপী রঙ্গের ক্যাপ পড়ে একটি ছবি পোস্ট করে মোস্তাফিজ লিখেছেন, 'টুর্নামেন্ট খেলতে প্রস্তুত আমি।'গত ৪ এপ্রিল সকালে নিউজিল্যান্ড থেকে দেশে ফিরে সতীর্থরা যখন বাড়ির পথে ছুটেছেন, মোস্তাফিজ তখন বিমানবন্দরেই সময় কাটিয়েছেন। এরপর বিকেল সাড়ে ৩টার ফ্লাইটে ভারতের উদ্দেশে উড়াল দেন তিনি।ভারতে পৌঁছে বাঁহাতি পেসার সকলের কাছে দোয়া চেয়েছেন, ‘রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলতে ভারতে নিরাপদেই পৌঁছেছি। আমার জন্য দোয়া করবেন।’

নিয়ম অনুযায়ী, সাত দিন কোয়ারেন্টিন করতে হবে। ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিএলের এবারের আসর। মোস্তাফিজের দল রাজস্থান রয়্যালসের প্রথম ম্যাচ ১২ এপ্রিল, পাঞ্জাব কিংসের বিপক্ষে। কিন্তু কোয়ারেন্টিনের কারণে রাজস্থানের প্রথম দুই ম্যাচে মোস্তাফিজকে দেখার সম্ভাবনা খুব কম। কেননা রবিবার কোয়ারেন্টিন শেষ হচ্ছে মোস্তাফিজের। ফলে অনুশীলন ছাড়া মোস্তাফিজকে খেলানোর ঝুঁকি নেবে না রাজস্থান।এবারের আইপিএলে ১ কোটি রুপিতে বাঁহাতি পেসারকে দলে ভিড়িয়েছে রাজস্থান। আইপিএলে নিজের প্রথম দুই আসরে সানরাইজার্স হায়দরাবাদে খেলা মোস্তাফিজ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সর্বশেষ আইপিএলে খেলেন ২০১৮ সালে।

  •