My Sports App Download
500 MB Free on Subscription


ওয়ানডের পারফরম্যান্স ভুলে সামনে তাকিয়ে লিটন

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাট হাতে ভালো করতে পারেননি লিটন দাস। ১৪, ২২, ০ তিন ম্যাচে লিটন দাসের স্কোর। তবে টেস্ট সিরিজ শুরুর আগে ওয়ানডের পারফরম্যান্স ভুলে সামনে তাকিয়ে বিস্ফোরক এই ব্যাটসম্যান। 

গত বছরের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন লিটন। ইনিংস ব্যবধানে জেতা ওই ম্যাচে লিটনের ব্যাট থেকে এসেছিল ৫৩ রানের ইনিংস। প্রায় এক বছর পর টেস্ট খেলতে নেমে দারুন রোমাঞ্চিত লিটন ভালো খেলতে মুখিয়ে আছেন, ‘অনেক দিন পর টেস্ট ক্রিকেট খেলবো, এটা ভেবেই দারুণ খুশি লাগছে। টেস্ট ক্রিকেট তো টোটালি অন্য রকম একটা জিনিস। ফিলিংসই অন্য রকম দেশের হয়ে টেস্ট খেলার। ওয়ানডে আমি ভালো করতে পারিনি, এটা সম্পূর্ণ আলাদা ফরম্যাট। আমি চাচ্ছি না সেই বিষয়টি নিয়ে চিন্তা করতে। এখানে আমার নতুন রোল, চেষ্টা করব এখানে আমার দায়িত্বটা যথাযথ ভাবে পালন করার।’

আগামী ৩ ফেব্রুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। তার আগে এক সপ্তাহের বেশি অনুশীলন করার সুযোগ পেয়েছেন ক্রিকেটাররা। এই গ্যাপটি প্রস্তুতি নিতে ভূমিকা রেখেছে বলে মনে করেন লিটন, ‘ওয়ানডের পর ৭-৮ দিনের একটা গ্যাপের মধ্যে আছি। যেখানে আমরা অনুশীলন করার চেষ্টা করছি। নিজের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছে সবাই। আমরা সবাই অপেক্ষায় আছি ভালো ক্রিকেট খেলতে।’ওয়ানডের মতো ব্যাটিং-বোলিংয়ে সাকিবের ভূমিকার কথা স্মরণ করিয়ে দিলেন লিটন, ‘উনি (সাকিব) ম্যাচের মধ্যে সব সময় গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকেন। উনি থাকলে আমাদের ব্যাটিং প্লাস বোলিং দুই দিক দিয়েই হেল্প হয়। এবার তিনি আছেন, আশা করি ভালো কিছু হবে।’

  •