My Sports App Download
500 MB Free on Subscription


মুগ্ধর আবারো ৬ উইকেট, রাহাতুল ফেরদৌসের ৭

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও আগুনে বোলিং করেছেন রংপুরে পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ। ৬৭ রানে ৬ উইকেট নিয়ে একাই ধসিয়ে দিয়েছেন খুলনার ব্যাটিং লাইনআপ। প্রথম স্তরের আরেক ম্যাচে ঢাকার শুভগত হোমের সেঞ্চুরি পর সাফল্য পেয়েছেন সিলেটের বাঁহাতি স্পিনার রাহাতুল ফেরদৌস। ৭৫ রান খরচায় তার শিকার ৭ উইকেট।

রংপুরের ক্রিকেট গার্ডেনে খুলনার বিপক্ষে জয়ের শুভাষ পাচ্ছে রংপুর বিভাগ। ১ উইকেট হারিয়ে ৪ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল খুলনা। পুরোটা দিনই রংপুরের পেসার মুকিদুলের তোপের মুখে পড়তে হয়েছে খুলনাকে। মুকিদুল ৬৭ রান খরচায় তুলে নিয়েছেন ৬টি উইকেট।  খুলনার সফল ব্যাটসম্যান অমিত মজুমদার। তার দূর্ভাগ্য ১১ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন তিনি। ১৬৬ বলে ১৪ চারে অমিত ৮৯ রানের ইনিংস খেলেছেন। জিয়াউর রহমান ৭০ বলে খেলেন ৬৪ রানের ঝড়ো ইনিংস। সবমিলিয়ে ৬৯.৩ ওভারে ২৫৯ রানে অলআউট হয়।

মুকিদুল ছাড়াও মাহমুদুল হাসান দুটি উইকেট নিয়েছেন। এছাড়া আরিফুল হক ও সৌরওয়ার্দী শুভ একটি করে উইকেট নিয়েছেন।১১৭ রানের জয়ের লক্ষে রংপুর বিভাগ শেষ বিকালে ব্যাটিংয়ে নামেন। দিনশেষে সাত ওভারে বিনা উইকেট রংপুরের সংগ্রহ ১৬ রান। জাহিদ জাবেদ ১৪ ও নবিন ইসলাম ১ রানে অপরাজিত আছেন। আগামীকাল ১০১ রান করতে পারলেই জয় নিশ্চিত হবে রংপুরের। ঢাকা-সিলেটের মধ্যকার প্রথম স্তরে আরেকটি ম্যাচ শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে গড়িয়েছে। আগের দিন ৬৫ রানে তিন উইকেট নেওয়া সিলেটের বোলার রাহাতুল ফেরদৌস আজ আরও চারটি উইকেট নিয়েছেন। তার বোলিং তোপে ২৮০ রানে অলআউট হয় ঢাকা বিভাগ। 

ঢাকার হয়ে আগের দিন ৮৯ রানে অপরাজিত থাকা শুভাগত আজ থেমেছেন ১১৪ রানের ইনিংস খেলে। ১৩৩ বলে ১৩ চার ও ২ ছক্কায় শুভাগত নিজের ইনিংসগুলো সাজিয়েছেন। রাহাতুল ফেরদৌসের সাত উইকেট ছাড়াও তানজিম সাকিব দুটি এবং রুয়েল মিয়া একটি করে উইকেট নিয়েছেন।৯০ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা সিলেট দিনশেষে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তুলেছে ১৮৩ রান। আবদুল্লাহ আল গালিব ৭৪ রানে অপরাজিত আছেন। এছাড়া যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটার তানজিম হাসান সাকিব ২৪ রান নিয়ে ব্যাটিং করছেন। ঢাকার বোলারদের মধ্যে সাইফ হাসান ও শুভাগত হোম দুটি করে উইকেট নিয়েছেন। এছাড়া সুমন খান ও তাইবুর রহমান একটি করে উইকেট নিয়েছেন।

  •