My Sports App Download
500 MB Free on Subscription


সিলেটে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প

২০২২ সালের যুব বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি অনূর্ধ্ব-১৯ দলের প্রস্তুতি চলছিল বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)। কিন্তু হুট করেই করোনা ভাইরাসের হানায় অনুশীলন স্থগিত করতে বাধ্য হয় বিসিবি। প্রায় এক মাসের বিরতির পর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ফিরছে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প 

২২ নভেম্বর শুরু হয়ে দুই সপ্তাহের এই ক্যাম্প। যা চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি অনূর্ধ্ব-১৯ দলের ট্রেনিং ক্যাম্পের বিস্তারিত জানিয়েছে। ১৯ নভেম্বর মিরপুরের ক্রীড়া পল্লীতে উঠবেন ক্যাম্পে সুযোগ পাওয়া ৩১ ক্রিকেটার। পরদিন করোনার পরীক্ষা করাবেন তারা। পরীক্ষায় নেগেটিভ ফল পাওয়া ক্রিকেটাররা ২২ তারিখ সকালে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেবেন। ওখানে তারা ফরচুন গার্ডেনে উঠবেন।

হোটেল থেকে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে পুরোটটাই জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকবে। ২৩ ও ২৪ নভেম্বর দুই দিন স্কিল ট্রেনিং করে বেশ কিছু ম্যাচ খেলবে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। নিজেদের মধ্যে দুই ভাগে ভাগ হয়ে ৫ টি ওয়ানডে ম্যাচ খেলবে অনূর্ধ্ব-১৯ দল। এরপর ৫ ডিসেম্বর ঢাকায় ফিরে আসবে আকবর-শামীমদের উত্তরসূরীরা।

আগস্টে ৪৭ ক্রিকেটার নিয়ে বিকেএসপিতে অনূর্ধ্ব-১৯ দলের চার সপ্তাহের আবাসিক ক্যাম্প শুরু হয়েছিল। এরপর ৪৭ জনের দলটি ছোট করে ২৮ জনে নামিয়ে এনেছেন নির্বাচকরা। তাদের নিয়েই অক্টোবর থেকে প্রধান কোচ নাভিদ নেওয়াজের অধীনে চার সপ্তাহের স্কিল ক্যাম্প অনুষ্ঠিত হয়। যদিও করোনা আতংকে এক সপ্তাহ আগেই ক্যাম্প স্থগিত করে দেয়ে বিসিবি। সিরেটে অনুষ্ঠিতব্য ক্যাম্পে আগের ২৮ জনের সঙ্গে আরও ৪ জন যুক্ত হয়েছেন। তবে আগের স্কোয়াডে থাকা ডানহাতি ব্যাটসম্যান মফিজুল ইসলাম রবিন রিহ্যাবে থাকায় স্কিল ক্যাম্পে নেই তিনি।সিলেটে অনুষ্ঠিতব্য স্কিল ক্যাম্পের অনূর্ধ্ব-১৯ দল ওপেনার: ইমন আলী, ইফতেখার হোসেন ইফতি, হাবিবুর শেখ মুন্না, প্রান্তিক নওরোজ নাবিল ও নাঈম আহমেদ।

মিডল অর্ডার ব্যাটসম্যান: সাকিব শাহরিয়ার, সোহাগ আলি, মেহরব হাসান, আব্দুল্লাহ আল মামুন, খালিদ হাসান, আইচ মোল্লা, আশরাফুল হাসান রিহাদ ও তৌহিদুল ইসলাম ফেরদৌস।পেসার: মুশফিক হাসান, আরিফ আহমেদ অনিক, বায়েজিদ মিয়া রোমান, আশিকুর জামান, মহিউদ্দিন তারেক, রিপন মন্ডল, মোস্তাকিম মিয়া।স্পিনার: আহসান হাবিব লিয়ন, নাইমুর রহমান নয়ন, আশরাফুল ইসলাম সিয়াম, সামসুল ইসলাম ইপন ও সায়ান আহমেদ চৌধুরী।অলরাউন্ডার: মিসবাহ আহমেদ সানা, মাকসুদুর রহমান, গোলাম কিবরিয়া, মাহফুজুর রহমান রাব্বি, জিল্লুর রহমান, জাকারিয়া ইসলাম শান্ত।

  •