বিশ্ব ক্রিকেটে ‘কনকাশন সাব’ নেওয়ার ইতিহাস থাকলেও বাংলাদেশে এই ঘটনা প্রথমই ঘটলো। প্রথমবার ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ দল কনকাশন নিয়েছে। ইনিংসের ৪৬.২ ওভারে দুষ্মন্থ চামিরার বাউন্সার মাথায় আঘাত করে বলটি পেছনে চলে যায়। কিছুক্ষণের জন্য হতভম্ব সাইফউদ্দিন রান নিতে গিয়ে ড্রাইভ দেন। তাতে অবশ্য বাঁচতে পারেননি। রান আউট হয়ে ফিরতে হয় সাজঘরে।
মাথায় কিছুটা আঘাত পাওয়াতে পর্যবেক্ষণে আছেন সাইফউদ্দিন। ফলে তার কনকাশন হিসেবে নামানো হয়েছে তাসকিনকে। লঙ্কনাদের বিপক্ষে প্রথম ম্যাচে খেলেছিলেন এই পেসার। যদিও বল হাতে ভালো কাটেনি প্রথম ম্যাচটিতে। কনকাশন হিসেবে মাঠে নামার আগে সেন্ট্রার উেইকেটের পাশে কিছুক্ষণ বোলিং ও ফিল্ডিং অনুশীলন করেছেন ডানহাতি এই পেসার। সাইফউদ্দিনের ইনজুরিতে প্রথম ম্যাচের ব্যর্থতা এই ম্যাচে কাটাতে দারুন একটি সুযোগ পেয়েছেন তিনি।
ওয়ানডে ক্রিকেটে প্রথমবার কনকাশন নিলেও টেস্টে এক ম্যাচেই দুইবার কনকাশন নিয়েছে বাংলাদেশ দল। ভারতে গোলাপী টেস্টের এক ইনিংসেই দুইবার কনকাশন নিয়েছিল বাংলাদেশ দল। লিটনের জায়গায় মিরাজ, নাঈমের জায়গায় তাইজুলকে নিয়েছিল বাংলাদেশ দল।