My Sports App Download
500 MB Free on Subscription


আফিফকে নিয়ে তামিমের বড় প্রত্যাশা

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট ভালো যাচ্ছে না আফিফ হোসেনের। দীর্ঘ বিরতির পর প্রেসিডেন্টেস কাপ দিয়ে ক্রিকেটে ফিরেছিলেন আফিফ। ওই টুর্নামেন্টে ভালো করলেও কুড়ি ওভারের টুর্নামেন্টে ফিরেই ফর্ম হারিয়েছেন এই অলরাউন্ডার। গত ৫ ম্যাচে আফিফের স্কোর ২, ০, ২৪, ০ ও ৩। আফিফের এমন পারফরম্যান্স দলে নেতেবাচক প্রভাব ফেলছে। যদিও তামিম আশা করছেন বাকি তিন ম্যাচে আফিফ নিজের সেরাটা দেবেন।

তামিম ছাড়া উল্লেখ্য করার মতো অভিজ্ঞ কেউ নেই ফরচুন বরিশালে। প্রথম চার ম্যাচে চার ও পাঁচ নাম্বারে ব্যাটিং করলেও জেমকন খুলনার বিপক্ষে গত ম্যাচে তিন নম্বরে ব্যাটিংয়ে পাঠানো হয়েছিল জেমকন খুলনাকে। তাও ব্যর্থ আফিফ, খেলেছেন তিন রানের ইরনিংস।আফিফকে তিন নম্বরে ব্যাটিংয়ে পাঠানোর কারন ব্যাখা করতে গিয়ে তামিম বলেছেন, সে তিন নম্বরে পজিশেনর খেলোয়াড়। কিন্তু আমাদের কম্বিনেশন করতে গিয়ে কিছু সমস্যায় পড়তে হয়েছিল।

আফিফ হয়তোবা খুব বেশি অভিজ্ঞ নয়। কিন্তু আমাদের দলের জন্য অনেক বেশি অভিজ্ঞ। কারণ অন্য যারা আছে তারা একটু তরুন। শুরুতে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল আমি আছি, মাঝখানে কোন অভিজ্ঞ খেলোয়াড় ইনপুট দিলে দলের জন্য ভালো হবে। এখন আমরা ওকে শেষ ম্যাচে তিন নম্বরে চেষ্টা করেছি। দূর্ভাগ্যজনকভাবে রানআউট হয়ে গিয়েছে। আশা করি শেষ তিন ম্যাচে ও (আফিফ) সুযোগটা কাজে লাগাবে। আফিফ আমাদের দলের অন্যতম সেরা ক্রিকেটার এবং পারফরমার। সে ভালো খেললে আমাদের পুরো দল আত্মবিশ্বাস পাবে।’