My Sports App Download
500 MB Free on Subscription


টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারত সফর করবে নিউজিল্যান্ড

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। কিন্তু এই বিশ্বকাপে প্রস্তুতির অংশ হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। সময় এবং ভেন্যু চূড়ান্ত না হলেও বোর্ড অফ ক্রিকেট ফর কন্ট্রোল ইন ইন্ডিয়ার (বিসিসিআই) এক মুখপাত্র এমনটাই জানিয়েছেন।

গতকাল (রবিবার) বিসিসআই শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছিল। যেখানে নিউজিল্যান্ড দলের ভারত সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে ভেন্যু এবং সিরিজ অনুষ্ঠিত হবার তারিখ সম্পর্কে খুব দ্রুতই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানায় মুখপাত্রটি।

এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালকে মুখপাত্রটি জানায়, 'এটা টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের প্রস্তুতির অংশ। ভেন্যু এবং বিস্তর বিষয়গুলো কিছু সময়ের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে। টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে যতগুলো টি-টোয়েন্টি ম্যাচ খেলা যায় আমরা ততগুলোই খেলব। ছেলেদের প্রস্তুতিতে এটা সহায়তা করবে।'

গত বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু দীর্ঘ টালবাহানার পর অবশেষে করোনা ভাইরাস মহামারীর কারণে কারণে তা স্থগিত হয়ে যায়। বাতিল হয়ে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ২০২২ সালে। যার আয়োজন করবে অস্ট্রেলিয়া।

আর পূর্ব নির্ধারিত সূচি মেনেই ২০২১ এর টি২০ বিশ্বকাপ হবে ভারতের মাটিতে। দুটি বিশ্বকাপই অনুষ্ঠিত হবে অক্টোবর-নভেম্বর মাসে। ২০২১ এ ভারতে হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর ও ২০২২ এ অস্ট্রেলিয়ার মাটিতে হতে চলা টি২০ বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ নভেম্বর।