My Sports App Download
500 MB Free on Subscription


টি-টেন লিগে বাংলাদেশের কে কোন দলে

আগামী ২৮ জানুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় টি-টেন লিগের চতুর্থ আসর। টুর্নামেন্ট শুরুর আগে বুধবার (২৩ ডিসেম্বর) প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হচ্ছে। যেখানে দল পেয়েছেন বাংলাদেশের ৫ ক্রিকেটার। তারা হলেন, আফিফ হোসেন ধ্রুব, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ।

টি-টেন লিগের এবারের আসরে বাংলাদেশ থেকে সবার আগে দল পায় অলরাউন্ডার মোসাদ্দেক। তাকে দলে নিয়েছে টুর্নামেন্টির বর্তমান চ্যাম্পিয়ন মারাঠা অ্যারাবিয়ান্স। তাকে দলে নেয়ার পর টাইগার পেসার তাসকিনকেও দলে নিয়েছে তারা।

দলটির আইকন ক্রিকেটার হিসেবে আছেন শোয়েব মালিক। তারা নিজেদের প্রথম ডাকে পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে নিয়েছে। এছাড়া দলটিতে খেলবেন অভিজ্ঞ লরি ইভান্সও।

এছাড়া ড্রাফট থেকে বাংলাদেশের অলরাউন্ডার নাসির হোসেনকে দলে ভিড়িয়েছে পুনে ডেভিলস। নাসিরকে 'সি' ক্যাটাগরি থেকে দলে নিয়েছেন ভারতীয় মালিকানাধীন দলটি। দলটির আইকন ক্রিকেটার হিসেবে আছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরা।

এর আগে বাংলাদেশের উদীয়মান অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুবকে দলে নিয়েছে বাংলা টাইগার্স। দলটিতে আফিফ ছাড়াও আছেন আন্দ্রে ফ্লেচার, কায়েস আহমেদ, চিরাগ সুরি, জনসন চার্লসসহ আরও অনেকে। দলটির আইকন ক্রিকেটার হিসেবে আছেন লঙ্কান পেসার ইসুরু উদানা।

বাংলাদেশের মালিকানাধীন দলটিতে আছেন বাংলাদেশের আরও এক ক্রিকেটার। অলরাউন্ডার শেখ মেহেদিকে দলে নেয় তারা। সম্প্রতি দারুণ ফর্মে আছেন এই ক্রিকেটার। বোলিংয়ের পাশাপাশি শেষ দিকে ব্যাট করতে নেমে ঝড়ো ইনিংস খেলার সামর্থ্য আছে তাঁর।

এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট শেষে নিজেদের পছন্দ মতো দল সাজিয়েছে এবারের আসরে অংশ নিতে যাওয়া আট ফ্র্যাঞ্চাইজি।