My Sports App Download
500 MB Free on Subscription


জেমকন খুলনার জন্য দারুন সুযোগ দেখছেন মাহমুদউল্লাহ

খুলনা টাইটানসকে তিনবার নেতৃত্ব দিয়েছেন মাহমুদউল্লাহ। করোনার মহামারীতে বিপিএল হচ্ছে না, এই সুযোগে ৫ দল নিয়ে মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। এই টুর্নামেন্টে জেমকন খুলনার হয়ে নেতৃত্ব দিতে দেখা যাবে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ককে। খুলনা টাইটানসের হয়ে শিরোপার দেখা না পেলেও জেমকন খুলনাকে নিয়ে শিরোপা খড়া কাটোনর দারুন সুযোগ দেখছেন মাহমুদউল্লাহ!

ভালো দল গড়তে ৫ দলের মধ্যে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয়েছে জেমকন খুলনাকে। সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, আল আমিন হোসেন, এনামুল হক, শফিউল ইসলাম, হাসান মাহমুদ, এনামুল হক, শহিদুল ইসলাম, রিশাদ হোসেন, শামীম হোসেন, নাজমুল ইসলাম ও জহুরুল ইসলামদের নিতে সবচেয়ে বেশি খরচ করতে হয়েছে খুলনাকে। সবমিলিয়ে তাদের খরচ করতে হচ্ছে ১ কোটি ১৪ লাখ টাকা।   

টুর্নামেন্টে নিজেদের সম্ভাবনা নিয়ে মাহমুদউল্লাহ বলেছেন, ‘ আমাদের দলটি দারুন ভারসাম্যপূর্ণ হয়েছে। সামগ্রিক ভাবে আমি যে দলটি পেয়েছি, তাতে করে আমি দারুন খুশি। আশা করি আমরা ভালো ফল করতে সক্ষম হবো। আমি অধীর আগ্রহ নিয়ে খুলনার হয়ে যোগ দিতে অপেক্ষা করছি। আমি মনে করি চ্যাম্পিয়শনশিপ লড়াইয়ে দল হিসেবে খুলনার দারুন সুযোগ রয়েছে।’

নিজেদের বোলিং ইউনিট নিয়ে মাহমুদউল্লাহ বলেছেন, ‘বুদ্ধিমান বেশ কয়েকজন বোলার আছে। অভিজ্ঞ শফিউল আল আমিনের সঙ্গে তরুণ হাসান মাহমুদ মিলে দারুন বোলিং ইউনিট আমাদের। তারা কয়েক বছর ধরেই দক্ষতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে আসছে। এদের পাশাপাশি বোলিংয়ে সাকিব ও রিশাদ মিলে বোলিং আক্রমণে আরও বৈচিত্র্য যোগ হয়েছে।’

বোলিংয়ের মতো খুলনার ব্যাটিং ইউনিটও বেশ অভিজ্ঞ। মাহমুদউল্লাহও তেমনটাই মনে করেন, ‘ব্যাটিংয়েও আমাদের অভিজ্ঞ বেশ কয়েকজন ক্রিকেটার আছে। এনামুল, ইমরুল, সাকিব, জহুরুল এবং আমি মিলে দারুন অভিজ্ঞ একটি ইউনিট রয়েছে। যা আমাদের ব্যাটিং লাইনআপকে সমৃদ্ধ করেছে। এছাড়া আরিফুল হক ও শুভগতহোম অনেক ক্রিকেট খেলেছেন, তাদের অভিজ্ঞতাও আমরা কাজে লাগাতে পারব। ’

করোনার এমন পরিস্থিতিতে বিসিবি কুড়ি ওভারের এই টুর্নামেন্ট আয়োজন করায় ধন্যবাদ দিয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক, ‘বিসিবিকে ধন্যবাদ করোনার এই সময়টাতেও আমাদের জন্য এমন একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আয়োজন করার জন্য। এই টুর্নামেন্টের মাধ্যমে আমাদের ক্রিকেটাররা অনেক উপকৃত হবে।’