My Sports App Download
500 MB Free on Subscription


নিজস্ব ক্রিকেট একাডেমি নিয়ে আসছেন সাকিব

বাংলাদেশের মাটিতে একটি বিশ্বমানের ক্রিকেট একাডেমি গড়ার স্বপ্ন অনেক দিনের সাকিব আল হাসানের। অবশেষে সেই স্বপ্ন কিছুটা হলেও সত্যি হয়েছে। ঢাকার অদূরে ৩০০ ফিটে নিজের নামে একাডেমী গড়ছেন ওয়ানডে ক্রিকেটের বিশ্বসেরা এই অলরাউন্ডার।

সাকিবের সঙ্গে এই একাডেমি গড়ায় সহযোগী হিসেবে রয়েছে মাস্কো গ্রুপ। এ বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছে বিশ্বস্ত একটি সূত্র। চলতি বছরের মার্চে সাকিব এক অনুষ্ঠানে একটি ক্রিকেট একাডেমি গড়ার নিজের স্বপ্নের কথা জানিয়েছিলেন সাকিব।

তিনি বলেছিলেন,  'আমাদের দেশে এখন অনেক সুযোগ। অনেক কিছুই করা সম্ভব। সেটার জন্য আমার সময় দরকার। আমি কিছু কিছু কাজ করছি। যখনই কোনো চ্যারিটি বা ইভেন্ট হয়, আমি চেষ্টা করি এর সঙ্গে সম্পৃক্ত থাকার।'

'আমি যেহেতু একজন ক্রিকেটার, আমার ইচ্ছা আমার একটি একাডেমি হবে। বিশ্বমানের একটি একাডেমী হবে। সেখানে শুধু বাংলাদেশই প্লেয়ার বানাবে না। অন্যান্য দেশ থেকেও আসবে এবং ওই একাডেমীতে অনুশীলন করে যাবে। বাংলাদেশ সম্পর্কে তাদের ধারণাটা তাহলে পরিবর্তিত হবে।'

শনিবার নিজের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে নিজের একাডেমিটি প্রকাশ্যে এনেছেন বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা এই ক্রিকেটার। ক্যাপশনে লিখেছেন, 'স্বপ্ন সত্যি হতে চলেছে।'

এই একাডেমির কার্যক্রম কবে নাগাদ শুরু হবে এই বিষয়ে বিস্তারিত জানা যায়নি। সাকিব এখন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের জন্য নিজেকে প্রস্তুত করছেন। এই আসরে তিনি জেমকন খুলনার হয়ে মাঠ মাতাবেন।