My Sports App Download
500 MB Free on Subscription


ওয়েস্ট ইন্ডিজ দলটাকে ‘ছোট’ ভাবলে অনেক বড় ভুল হবে’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে যাচ্ছে বাংলাদেশ। ফেরার মিশনে অনেকটাই ‘দুর্বল দূর্বল প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে ক্যারিবিয়ান এই দলটি। নানা অজুহাতে দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের রেখেই বাংলাদেশে সফরে আসছে তারা। যদিও বিসিবি এই দলকেই ‘ছোট’ মনে করছে না। ক্রিকেট পরিচালনা বিভাগের আকরাম খানতো স্পষ্ট করেই বলে দিলেন ওয়েস্ট ইন্ডিজের এই দলটাকে ‘ছোট’ ভাবলে অনেক বড় ভুল করবে মুশফিক-সাকিবরা।

করোনার অজুহাতে বাংলাদেশ সফরে আসা থেকে বিরত থেকেছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটাররা। নিয়মিত টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার, ওয়ানডের অধিনায়ক কিয়েরন পোলার্ডের দেখাদেখি আসছেন না ড্যারেন ব্রাভো, শামার ব্রুকস, রোস্টন চেজ, শেলডন কট্রেল, এভিন লুইস, শেই হোপ, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান। এদের সঙ্গে ব্যক্তিগত কারণে সফরসঙ্গী হননি ফ্যাবিয়ান অ্যালেন ও শেন ডাওরিচ। এরমধ্যে ফলে বাংলাদেশ সফরে যারা আসছেন, তাদের নিয়ে গঠিত দলটা দ্বিতীয় সারিরই বলা চলে।

দলের মূল ক্রিকেটারদের বাদ দিয়ে গড়া দলটিকে নিয়ে তাচ্ছিল্য করা হলে বাংলাদেশ বড় ভুল করবে বলে হুশিয়ার করেছেন আকরাম খান। শনিবার এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের যে দল ঘোষণা করেছে, সেটি মোটেও ছোট দল নয়। ওদের কিন্তু স্ট্যান্ডার্ড অনেক ভালো। ব্যাকাপ প্লেয়ার অনেক ভালো। যদি কেউ মনে করে ‘বি' দল আসছে, তাহলে আমাদের জন্য অনেক বড় ভুল হবে।’

সাবেক এই অধিনায়ক অবশ্য প্রতিপক্ষ নিয়ে চিন্তা না করে নিজেদের শক্তির জায়গাতেই ফোকাস রাখতে চান, ‘যদি আমরা প্রতিপক্ষকে নিয়ে চিন্তা করছিনা। আমরা আমাদের শক্তির জায়গা নিয়ে চিন্তা করছি। এ ছাড়া অনেকদিন পর আমরা আন্তর্জাতিক ক্রিকেট খেলতে যাবো। ওরা কিন্তু আমাদের চেয়ে এগিয়ে আছে, দুই-তিনটা সিরিজ খেলেছে। কিন্তু কোভিডের জন্য আমরা কিন্তু খেলতে পারিনি। আশা করি আমাদের খুব বেশি সমস্যা হবে না।’

ওয়ানডে ও টেস্টের জন্য ঘোষিত প্রাথমিক দলে বেশ কয়েকজন নবীন খেলোয়াড় সুযোগ পেয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নতুন কাউকে অভিষেক করানোর পরিকল্পনা আছে কিনা, এমন প্রশ্নের জবাবে আকরাম খান নির্বাচকদের কোর্টে বল ঠেলে দিলেন, ‘এটাতো নির্বাচকরা বলতে পারবো, এটা নির্বাচকদেরই দেখার বিষয়। দেখা যাক কি হয়। দুইটা ম্যাচ (প্রস্তুতি) আছে। ১৬ তারিখে সম্ভবত ওয়ানডে দল দিবে।’