করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। হাসপাতালে রোগীদের জন্য জায়গা নেই, শ্মশানঘাটে লাশের সারি। অক্সিজেনের অভাবে অনেকে মারা যাচ্ছেন হাসপাতালে যাওয়ার পথে। এমন অসহায় পরিস্থিতিতে যে যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসছেন। করোনার চিকিৎসায় অক্সিজেন কনসেন্ট্রেটর সরবরাহের চ্যালেঞ্জ মোকাবিলায় ১ কোটি রুপি অর্থ সহায়তা করলেন ভারতের ব্যাটিং গ্রেট শচীন টেন্ডুলকার।
মিশন অক্সিজেন নামে একটি অলাভজনক প্রতিষ্ঠান অক্সিজেন কনসেন্ট্রেটর সরবরাহের কাজ করছে। এরই মধ্যে ১৫ হাজারের বেশি মানুষের কাছ থেকে ২০ লাখের বেশি ডলার সহায়তা পেয়েছে। তা দিয়ে চীন থেকে ১ হাজার ৩৬৫ কনসেন্ট্রেটর অর্ডার করেছে তারা।
শচীনের উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করে এক বিবৃতিতে মিশন অক্সিজেন বলেছে, ‘এই কঠিন প্রয়োজনের সময়ে হাসপাতালগুলোতে জীবন বাঁচাতে অক্সিজেন কনসেন্ট্রেটর সরবরাহের জন্য মিশন অক্সিজেনকে তিনি এক কোটি রুপি দেওয়ায় আমরা সত্যিই অভিভূত।’
গত মাসে করোনায় আক্রান্ত হন শচীন। হাসপাতালে ভর্তিও ছিলেন কয়েক দিন। এই মাসের শুরুতে পুরোপুরি সুস্থ হন। একই সঙ্গে করোনায় সুস্থ হওয়া ব্যক্তিদের রক্তের প্লাজমা দেওয়ার অনুরোধ করেন তিনি।বৃহস্পতিবার সারা দিনে ভারতে ৩ লাখ ৭৯ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে এবং ৩৬৪৫ জনের মৃত্যু হয়।