My Sports App Download
500 MB Free on Subscription


ওয়ানডেতে নিজেদের ফেভারিট মনে করছেন সাইফউদ্দিন

আগামী ১০ জানুয়ারি বাংলাদেশ সফরে আসছে ক্যারিবিয়ানরা। এই সফরে দুটি টেস্টের পাশাপাশি তিনটি ওয়ানডে খেলবে তারা। সেই মার্চে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিল বাংলাদেশ। দীর্ঘ ৯ মাস পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে লাল-সবুজ জার্সিধারীরা। এই সফরের ওয়ানডে সিরিজে নিজেদের ফেভারিট হিসেবে দাবি করছেন তরুণ পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন।

২০ ও ২২ জানুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে স্বাগতিকদের সঙ্গে বাংলাদেশ দুটি ওয়ানডে খেলবে। একদিন বিরতি দিয়ে ২৫ জানুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে দুই দল। সবমিলিয়ে দুই দল ৫০ ওভারের ক্রিকেটে মুখোমুখি হয়েছে ৩৮ বার। যার মধ্যে ১৫ বার জিতেছে বাংলাদেশ। এরমধ্যে আয়ারাল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং বিশ্বকাপে টন্টনে ওয়েস্ট ইন্ডিজকে হারনোর সুখস্মৃতি এখনো জ্বলজ্বলে আছে।

বিশ্বকাপের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ খেলা ম্যাচটির একাদশে ছিলেন সাইফউদ্দিন। ওই ম্যাচে ৩ উইকেট নেওয়া এই পেসার সংবাদ মাধ্যমকে আসন্ন সফর নিয়ে বলেছেন, ‘অবশ্যই আমাদের জন্য ভালো একটা সুযোগ। কারণ গত কয়েকবার দেখায় আয়ারল্যান্ড সিরিজে (ত্রিদেশীয় সিরিজ) এবং বিশ্বকাপ সবজায়গায় আমরা ওদেরকে (ওয়েস্ট ইন্ডিজ) ভালোভাবে হারিয়েছি। আমাদের জন্য এটা একটি ভালো সুযোগ, যেহেতু ঘরের মাটিতে খেলা।’

ওয়েস্ট ইন্ডিজ সফরে আগে সাইফউদ্দিন নিজেদের প্রস্তুতিটাকে এগিয়ে রাখছেন, ‘ সবচেয়ে বড় কথা হলো আমরা প্রেসিডেন্টস কাপ, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে পেরেছি। যার জন্য আমাদের বাড়তি সুবিধা থাকবে। সবমিলিয়ে আমি মনে করি আমরা ওয়ানডে সিরিজি ফেভারিট।’

নিজেদের ফেভারিট বলার পেছনে যুক্তিও দেখাছেন তরুণ এই পেস বোলিং অলরাউন্ডার, ‘শুধু বিশ্বকাপে বা ত্রিদেশীয় সিরিজেই নয়। ২০১৮ সালে হোম সিরিজে আমরা সিরিজ জিতেছি। সবমিলিয়ে বাংলাদেশর কন্ডিশনে, আয়াল্যান্ডে এবং ইংল্যান্ডের কন্ডিশনে ইংল্যান্ডকে হারানোর অভিজ্ঞতা আছে আমাদের। সবমিলিয়ে আমি মনে করি আমরাই এই ফরম্যাটে ফেভারিট।’

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে দুটি টেস্টও খেলবে বাংলাদেশ। কিন্তু টেস্টে ফেভারটি কীনা সেই প্রশ্নে অবশ্য অধিনায়কের কোর্টেই বল ঠেলে দিয়েছ্নে সাইফউদ্দিন, ‘টেস্টের বিষয়টা সৌরভ ভাই ভালো বলতে পারবেন। উনি অনেক অভিজ্ঞ খেলোয়ার, আমাদের টেস্ট দলের অধিনায়ক। আমি যেহেতু এই ফরম্যাট খেলি না, সুতরাং এই ফরম্যাটে আমার কোন ধারনা নেই।’