My Sports App Download
500 MB Free on Subscription


৩০ এর মতোই ফুরফুরে অ্যান্ডারসন

ইনজুরির কারণে ২০১৯ অ্যাশেজে খেলা হয়নি জেমস অ্যান্ডারসনের। এরপর আরও চারটি টেস্টে ছিলেন না তিনি। ফিরে ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের বিপক্ষে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন এই ইংলিশ পেসার।

ইনজুরিতে থাকলেও বোলিং পারফরম্যান্সে কোনো ছেদ পড়তে দেননি টেস্ট ক্রিকেটের ইতিহাসে একমাত্র এই ৬০০ উইকেট শিকারি। ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের বিপক্ষে সিরিজে তার শিকার ১৬ উইকেট।

২ টেস্টের সিরিজ খেলতে ইংল্যান্ড এখন লঙ্কা দ্বীপে। সিরিজ শুরুর আগে ৩৮ বছর বয়সী অ্যান্ডারসন জানিয়েছেন, তিনি দুর্দান্ত আছেন। নিজেকে এখনও ৩০ বছর বয়সের মতোই ফুরফুরে মনে হচ্ছে তার।

তিনি বলেছেন, 'আমি বরাবরের মতোই ভালো অবস্থানে আছি। যেমনটা ছিলাম আমি ৩০ বছর বয়সে। এর চেয়ে ভালো না হলেও আমি দারুণ অনুভব করছি।'

মূলত শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ভারত সফরের প্রস্তুতি শুরু করছে ইংলিশরা। কোহলিদের বিপক্ষে লড়াইয়ের পর অ্যাশেজ সিরিজে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে ইংল্যান্ড।

যদিও অ্যান্ডারসন জানিয়েছেন, তিনি অ্যাশেজ নিয়ে ভাবছেন না। তার পরিকল্পনায় কেবল শ্রীলঙ্কা সিরিজ। অ্যান্ডারসন বলেছেন, 'আমি বলবো না যে এই মুহূর্তে আমার মাথায় অ্যাশেজ ঘুরপাক খাচ্ছে। আমার মনোযোগ এখন এই সিরিজেই।'