My Sports App Download
500 MB Free on Subscription


জিততে রেকর্ড গড়তে হবে মুমিনুলদের

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে চতুর্থ ইনিংসে ২০৯ রানের বেশি তাড়া করে জেতার রেকর্ড নেই। ২০১০ সালে ২০৯ রান তাড়া করে বাংলাদেশকে হারিয়েছিল ইংল্যান্ড। তবে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে ২০৯ রান নয়, করতে হবে ২৩১ রান। এমন অসম্ভব লক্ষ্য তাড়া করতে যাচ্ছে তামিম-মুশফিকরা।

ক্রিকেট ইতিহাসে চতুর্থ ইনিংসে রান তাড়ায় জেতার সংখ্যা নেহায়েত কম। উপমহাদেশের মাঠে রান তাড়ায় যেটা আরও কঠিন। চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজ ইতহাস ওলট পালট করে জিতেছিল। ঢাকা টেস্টে বাংলাদেশকে জিততে হলে মিরপুরের ইতিহাস পাল্টাতে হবে।  

সব মিলিয়ে টেস্ট ক্রিকেটে ২২০ প্লাস রান তাড়া করে জেতার কোন ইতিহাস নেই বাংলাদেশের। ২০০৯ সালে দ্বিতীয় সারির ওয়েস্ট ইন্ডিজকে ২১৭ রান তাড়া করে হারিয়েছিল বাংলাদেশ। দেশের শততম টেস্টে শ্রীলঙ্কার মাঠে ১৯১ রান তাড়ায় জয় পায় বাংলাদেশ। অন্যদিকে মিরপুরের মাটিতে ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১০১ রান তাড়া করে জিতেছিলো বাংলাদেশ। বাংলাদেশ চাইলেও ওই ম্যাচ থেকে অনুপ্রেরণা নিয়ে ঢাকা টেস্ট জিততে পারে।

রবিবার ৪১ রান ও সাত উইকেট হাতে নিয়ে চতুর্থদিন সকালে ব্যাটিংয়ে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। দিনের শুরুতেই সাফল্য এনে দেন আবু জায়েদ। ৬ উইকেটে ৯৮ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় সফরকারীরা। লাঞ্চ থেকে ফিরে দ্রুত চার উইকেট হারিয়ে ১১৭ রানে থামতে হয় ব্র্যাথওয়েটের দলকে। সবমিলিয়ে জয়ের জন্য ২৩১ রানের লক্ষ্য পায় স্বাগতিকরা।