My Sports App Download
500 MB Free on Subscription


দলের স্বার্থে কোয়ারেন্টাইনে থাকতে প্রস্তুত অস্ট্রেলিয়া দল

ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্ট শুরুর আগেই চতুর্থ ম্যাচ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। সিডনির থেকে ব্রিসবেনের কোয়ারেন্টাইন নিয়ম অধিকতর কঠিন হওয়ায় ক্রিকেটারদেরকে লকডাউনেরও মুখেও পড়তে হতে পারে। যে কারণে ব্রিসবেনে যেতে অপারগতা জানিয়েছে ভারত।

শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমগুলোর দাবি যে, সিরিজ বাতিলের হুমকিও দিয়েছে সফরকারীরা। যদিও কুইন্সল্যান্ড সরকার জানিয়ে দিয়েছে, ভারতের জন্য তারা নিয়মে বদল করবে না। ভারতীয় দল যেতে না চাইলেও দলের স্বার্থে অস্ট্রেলিয়ানরা কোয়ারেন্টাইনে থাকতে রাজি বলে জানিয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাথু ওয়েড।

এ প্রসঙ্গে ওয়েড বলেন, ‘আমার দিক থেকে বলতে পারি, এখনও কোনও অনিশ্চয়তা নেই। জানি অনেকেই এটা নিয়ে কথা বলছে। কিন্তু এটা মাথায় রাখতে হবে, সূচি অনেক আগেই তৈরি হয়েছে। আমাদের উচিত সেটা মেনে চলা। আশা করি আমরা গ্যাবাতে গিয়েই খেলতে পারব। যদি তাতে আরও বেশি কোয়ারেন্টাইনে থাকতে হয় তাহলেও ঠিক আছে।’

কঠোর কোয়ারেন্টাইন মেনে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার সিরিজ খেলতে চাওয়ার যথেষ্ঠ কারণও আছে। গ্যাবাকে বলা হয় অজিদের পয়া ভেন্যু। যেখানে তারা কিনা টেস্ট হারে না। ১৯৮৮ থেকে গ্যাবায় কোনও টেস্টে হারেনি অস্ট্রেলিয়া। সিরিজে এখন ১-১ সমতায় রয়েছে। গ্যাবা টেস্টেই নির্ধারিত হতে পারে সিরিজের ভাগ্য।

সূচি তৈরি করতে গিয়ে বেশিরভাগ সময়েই গ্যাবাকে শেষ টেস্টের ভেন্যু হিসেবে রাখা হয়। সিডনি টেস্টে হারলেও শেষ ম্যাচে জিতে যেন সমতায় থাকতে পারে, সেটা ভেবেই গ্যাবায় খেলার সুযোগ হাতছাড়া করতে চাইছে না অস্ট্রেলিয়া। সরকার চাইলে গ্যাবায় খেলতে সমস্যা নেই বলে জানিয়েছেন ওয়েড।

এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘যদি সরকার চায় গ্যাবায় খেলাতে তাহলে আমাদের কোনও সমস্যা নেই। জানি অনেক মানুষের মতামত এখানে জড়িয়ে রয়েছে। কিন্তু আমাদের কোনও সমস্যা নেই। একটা দল হিসেবে আমরা চ্যালেঞ্জটা নিতে তৈরি।’

  •