বিশ্ব ক্রিকেটের নতুন সংযোজন ১০ ওভারের টি-টেন ক্রিকেট লিগ। স্বল্প সময়ে দারুণ উত্তেজনাপূর্ণ ক্রিকেটের এই নতুন ফরম্যাটটি ইতোমধ্যে দর্শকদের মন জয় করে নিয়েছে। অথচ ক্রীড়া জগতের অন্যতম মর্যাদাপূর্ণ আসর বিশ্ব অলিম্পিকেই কিনা উপেক্ষিত ক্রিকেট।
সাধারণত সময় বিবেচনায় বারবারই ক্রিকেটকে অর্ন্তভুক্তির ক্ষেত্রে পিছপা হয়েছে অলিম্পিক। ওয়ানডে বা টেস্ট ক্রিকেটে অধীক সময় লাগলেও দারুণ উত্তেজনাপূর্ণ টি-টেনের একটি ম্যাচ খুব কম সময়েই আয়োজন করা সম্ভব। যেটা কিনা অলিম্পিকে ক্রিকেট অন্তভূক্তির ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করতে পারে।
তাই অলিম্পিকে ক্রিকেটকে অর্ন্তভুক্তির দাবী জানিয়েছেন ইউনিভার্স খ্যাত ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিসে গেইল। অলিম্পিকের মত আসরে ক্রিকেটের এই নতুন ফরম্যাটের অন্তভূক্তি পুরো ক্রিকেটের জন্যই বিশেষ কিছু হতে পারে বলে মত তাঁর।
নিজ শহর জ্যামাইকা থেকে আসন্ন আবুধাবি টি-টেন লিগে অংশগ্রহণ প্রসঙ্গে কথা বলেন গেইল। তখনই তিনি বলেন, 'আমি মনে করি অলিম্পিকে টি-টেন অর্ন্তভুক্তকরা উচিত । সাধারণ দৃষ্টিকোণ থেকে যদি বলি অলিম্পিকে টি-টেনের অর্ন্তভুক্ত বিশ্ব ক্রিকেটর জন্যই বিশাল কিছু হতে পারে।'
সম্প্রতি ক্রিকেটে নিজেদের অস্তিত্বের জানান দিতে নড়েচড়ে বসেছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যেই বিভিন্ন দেশের বেশ কয়েকজন পরিচিত ক্রিকেটারকে নিজ দেশের নাগরিকত্ব দিয়েছে তাঁরা। গেইলও মনে করছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটি টি-টেন আয়োজনের জন্য উপযুক্ত।
'আমি এটিও মনে করি টি-টেন যুক্তরাষ্ট্রের মত দেশেও অনুষ্ঠিত হতে পারে কারণ দেশটি টি-টেনের জন্য বড় একটি প্ল্যাটফর্ম। লোকেরা ক্রিকেটের জন্য যুক্তরাষ্ট্রকে স্বীকৃতি দিতে চায় না। কিন্তু টি-টেনের মত আসর যুক্তরাষ্ট্রে আয়োজনের জন্য উপযুক্ত এবং আমি বিশ্বাস করি এটি আরও বড় পরিসরে আয় উপার্জনে ক্ষেত্রে সহায়তা করতে পারে।' বলেন গেইল।