My Sports App Download
500 MB Free on Subscription


তবুও নিজেদের ভালো দল বলছেন সুজন

মুশফিক-নাঈম-রুবেল-সাব্বির-ইয়াসির আলীদের নিয়ে ভালো দল গড়েছিল বেক্সিমকো ঢাকা। কাগজে-কলমে শক্তিশালী দল অনুযায়ি সাফল্য পায়নি মুশফিকের দল। পয়েন্ট টেবিলের তৃতীয় দল হয়েই খেলতে হচ্ছে প্লে-অফ। সোমবার ফরচুন বরিশালের বিপক্ষে এলিমেনেটর ম্যাচ জিতেই দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে হবে মুশফিকের দলকে। ঢাকার কোচ খালেদ মাহমুদ মনে এলিমেনেটর খেললেও তার দল এরচেয়ে ভালো।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে সংবাদ মাধ্যমকে বেক্সিমকো ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘দুটো রানের জন্য আমরা কোয়ালিফায়ার খেলতে পারছি না। কিন্তু কোয়ালিফায়ারে খেললেও আপনাকে ম্যাচ জিতেই কিন্তু ফাইনালে যেতে হবে। চ্যাম্পিয়ন হতে হলে আবার ম্যাচ জিততে হবে। এখন হয়তো আমাদের একটি ম্যাচ বেশি খেলতে হবে। কিন্তু আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী কালকে (শনিবার) যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো কাটিয়ে উঠার ব্যাপারে। আমি মনে করি আমরা যেমন পারফরম্যান্স করেছি, তার চেয়ে ভালো দল। প্রথম তিন ম্যাচ হারার পর, যেভাবে কাম ব্যাক করেছি। আমার বিশ্বাস দলের মধ্যে আত্মবিশ্বাসের কোন ঘাটতি নেই। ‘

বরিশালের বিপক্ষে লিগ পর্বে দুইবার মুখোমুখি হয়েছে ঢাকা। দুই দলই একবার করে জিতেছে। সোমবার এলিমেনেটর ম্যাচে একদল আরেক দলকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ। সুজন মনে করেন, ‘বরিশালের সঙ্গে এর আগেও দুইবার খেলেছি, একবার জিতেছি একবার হেরেছি। তারা খুবই ভালো একটি দল। কালকের (শনিবার) ম্যাচটি যদি আমরা অনেক রানে হেরে যেতাম তাহলে হয়তো চাপে থাকতাম। কিন্তু সোমবার ম্যাচের আগে আমরা দারুন আত্মবিশ্বাসী। আমিতো মনে করি বরিশালের প্রতিপক্ষ হওয়াতে, আমাদের পরিকল্পনা সাজাতে আরও বেশি সহজ হয়েছে। আমরা আগামীকাল লড়াই করতে চাই, ভালো খেলতে চাই এটাই সবচেয়ে বড় কথা। ’

শনিবার ঢাকাকে জেতাতে না পারলেও ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন নাঈম শেখ। ৬০ বলে সেঞ্চুরি ছোঁয়া নাঈম শেষ পর্যন্ত থামেন ৬৪ বলে ১৯৫ রানের ইনিংস খেলে। নাঈমের প্রশংসা করতে গিয়ে সুজন বলেছেন, ‘আমার মনে হয় ওর (নাইম শেখ) মানসিকতা খুব ভালো। স্কিল আর টেকনিকে কোন সমস্যা থাকার কথা না। নাঈম উইকেটে সেট হওয়ার পর বড় রান করে। মানে টি-টোয়েন্টি এমন একটি খেলা আপনাকে চান্স নিতেই হবে, পজিটিভ থাকতে হবে। ওর মধ্যে এই পজিটিভনেসটা আছে।’

  •