My Sports App Download
500 MB Free on Subscription


সুইপ শটে ‘অস্বস্তি’ সাকিবের

ম্যাচ সিনারিওতে পয়েন্টে ফিল্ডিং করছিলেন মুশফিকুর রহিম। উইকেটরক্ষক মুশফিককে পয়েন্টে ফিল্ডিং করতে দেখে রসিকতায় মাতেন সাকিব। বলে ওঠেন, ‘মুশফিক পয়েন্টে ফিল্ডিং করে, এমন দিনও দেখতে হলো।

১টা ৪৫ মিনিট থেকে অনুশীলন। ঠিক সময়েই মাঠে ঢুকতে শুরু করলেন বাংলাদেশের ক্রিকেটাররা। সব সংবাদকর্মীর চোখ পার দিকে, সেই সাকিব আল হাসানের দেখা মিলছিল না। ঘড়ির কাটা ২টা ছুঁলো, এমন সময়ে প্যাড পরে মাঠে নামলেন সাকিব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে কুঁচকিতে টান পাওয়ার পর এদিনই প্রথম অনুশীলনে এলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।কুঁচকিতে টান পড়ায় সাকিবকে নিয়ে শঙ্কা জেগেছিল। বাংলাদেশ প্রাণ ভোমরাকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়। এরপর করা হয় স্ক্যান। রিপোর্ট ভালো আসায় শুক্রবার বিসিবির চিকিৎসকরা সাকিবকে মাঠে ফেরার ছাড়পত্র দেন। ছাড়পত্র পাওয়ার পরের দিন মাঠে ফিরে ঘণ্টা খানেকের মতো অনুশীলন করেন তিনি।

শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢুকেই অনুশীলন শুরু করেননি সাকিব। শুরুতে জাতীয় দলের ফিজিও জুলিয়ান ক্যালেফাতোর সঙ্গে নিজের অবস্থা নিয়ে আলোচনা করেন তিনি। ঘাসে শুয়ে ক্যালেফাতোকে স্ট্রেচিং করাতে বলছিলেন তিনি। ঠিক মনে হওয়ায় কিছুক্ষণ পর নেটে ব্যাটিং শুরু করেন সাকিব।জহুর আহমেদের পশ্চিম পাশের নেটে শুরুতে তাকে বোলিং করছিলেন নেট বোলাররা। এ সময় অস্বস্তি নিয়ে ব্যাটং করতে দেখা যায় তাকে। বিশেষ করে সুইপ শট খেলতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছিল সাকিবকে। অর্থাৎ, সুইপ শট খেলতে গিয়ে কুঁচকিতে টান পড়ছিল তার। এই অস্বস্তি জিইয়ে রাখেননি সাকিব। দুই-চারটি শট খেলার পরই নেট বোলারকে ডেকে বাঁহাতি এই অলরাউন্ডার বলেন, 'অফ স্টাম্পের বাইরে বল দাও। এমন বল দিও না, যেন সুইপ খেলতে হয়।'

অনুশীলন করতে সমস্যা না থাকলেও মাঠে ফিরে নিজের অবস্থা সম্পর্কে ধারণা পেলেন সাকিব। এ কারণেই হয়তো এদিন বেশি সময় না নিয়ে ঘণ্টা খানেকের মধ্যে অনুশীলন সেরে ফেলেন তিনি। ব্যাটিং শুরুর কিছুক্ষণ পর তাসকিন আহমেদকে ডেকে পুরনো বলে বোলিং করতে বলেন সাকিব। তাসকিন ও নেট বোলারদের বিপক্ষে পৌনে ২টা পর্যন্ত ব্যাটিং করেন তিনি।এরপর সাকিব চলে যান মাঝের উইকেটে ম্যাচ সিনারিও অনুশীলনে। মাঝের উইকেটে ব্যাটিং শুরুর আগে ব্যাটিং কোচ জন লুইসের সঙ্গে কিছুটা সময় শলা-পরামর্শ করে নেন তিনি। সাকিব যখন ব্যাটিং শুরু করেন, তখন সেখানে খুব বেশি ক্রিকেটার ছিলেন না। এবাদত হোসেন ও নেট বোলারের বিপক্ষে মিনিট দশেক ব্যটিং করে ২টা ৫৫ মিনিটে থামেন তিনি। পরে জুলিয়ান ক্যালেফাতোকে চোটের অবস্থা জানিয়ে মাঠ ছাড়েন দেশসেরা এই অলরাউন্ডার।

সাকিব অনেকটা একা একাই অনুশীলনে সময় কাটিয়েছেন। অনুশীলনে তাকে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে। সাকিব যখন পশ্চিম পাশে নেটে ব্যাটিং করেন, তামিম ইকবাল ও নাজমুল হেসেন শান্ত তখন মাঝের উইকেটে ম্যাচ সিনারিওতে ব্যাটিং অনুশীলন করছেন। পয়েন্টে ফিল্ডিং করছিলেন মুশফিকুর রহিম। উইকেটরক্ষক মুশফিককে পয়েন্টে ফিল্ডিং করতে দেখে রসিকতায় মাতেন সাকিব। বলে ওঠেন, 'মুশফিক পয়েন্টে ফিল্ডিং করে, এমন দিনও দেখতে হলো।'

  •