২০২০ সালের বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে ভালো খেলে নির্বাচকদের নজরে এসেছিলেন নাসুম আহমেদ। গত বছর ভারত সফরে জাতীয় দলের স্কোয়াডে প্রথম সুযোগ এলেও অভিষেকটা হচ্ছিল না নাসুমের। অবশেষে হ্যামিল্টনের সবুজ গালিচাতে অভিষেক হলো ২৬ বছর বয়সী বাঁহাতি এই স্পিনারের। রবিবার রঙ্গিন পোষাকে নিজের প্রথম ম্যাচেইরঙ্গিন পারফরম্যান্স দেখালেন নাসুম।
নিজের প্রথম ওভারেই সাফল্য পান নাসুম। বাঁহাতি এই স্পিনার ফিরিয়েছেন আরেক কিউই অভিষিক্ত ওপেনার ফিন অ্যালেনকে। নাসুমের করা ইনিংসের প্রথম ওভারের প্রথম চার বলে কোনো রান নিতে পারেননি মার্টিন গাপটিল। পঞ্চম বলে ১ রান নিলে ব্যাটিংয়ে আসেন অ্যালেন। নাসুমের স্কিড করা বলটিতে অ্যালেনের উইকেট ভেঙ্গে যায়।
নিজের তৃতীয় ওভারে দ্বিতীয় উইকেটের দেখা পান নাসুম। এবার তার শিকার মার্টিন গাপটিল। নাসুমের বল এগিয়ে এসে মারতে গিয়ে লং অফে ক্যাচ দেন গাপটিল। বিস্ফোরক এই ব্যাটসম্যান ২৭ বলে ৩৫ রান করে সাজফরে ফিরেছেন। দূর্ভাগ্যজনক ভাবে তৃতীয় উইকেটের দেখা পাননি নাসুম। হাফসেঞ্চুরি থেকে তিন রান দূরে থাকা ডেভন কনওয়ে ডিপ স্কয়ার লেগে ক্যাচ তুলেছিলেন। শরিফুল সেটি ধরলেও, তার পা বাউন্ডারি লাইনে টাচ লাগে। ফলে আউটের বদলে হাফসেঞ্চুরি পান কনওয়ে। সবমিলিয়ে ৪ ওভারে ৩০ রান খরচায় ২ উইকেট নিয়েছেন নাসুম।