My Sports App Download
500 MB Free on Subscription


পিএসএল ফাইনালে তামিমের লাহোর কালান্দার্স

মুলতান সুলতান্সকে ২৫ রানের ব্যবধানে হারিয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে জায়গা করে নিয়েছে তামিম ইকবালের লাহোর কালান্দার্স। তারা ফাইনালে করাচি কিংসের বিপক্ষে খেলবে।

করাচি জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৭ নভেম্বর। মুলতানের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রানের বড় পুঁজি পায় লাহোর।

মূলত তামিম এবং ফখর জামানের ৪৬ রানের জুটিই দলটিকে পথ দেখায়। ব্যক্তিগত ৩০ রানে তামিম জুনাইদ খানের বলে খুশদিল শাহর হাতে ক্যাচ দিলে এই জুটি ভাঙে। তামিম ২০ বলের এই ইনিংসে ৫টি চারের মার মারেন।

এরপর লাহোরের ইনিংস টানেন আরেক ওপেনার ফখর। তিনি ফিরেছেন ৩৬ বলে ৪৬ রানের ইনিংস খেলে। মিডল অর্ডারে মোহাম্মদ হাফিজ খেলেন ১৯ রানের ইনিংস। আর শেষ দিকে সামিত প্যাটেলের ১৬ বলে ২৬ আর ওয়াইস শাহর অপরাজিত ২১ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংসে বড় পুঁজি পায় লাহোর।

জবাবে খেলতে নেমে দলীয় ৪৭ রানে জিসান আশরাফের (১২) উইকেট হারায় মুলতান। অবশ্য একপ্রান্ত আগলে রেখে হাফ সেঞ্চুরি তুলে নেন অ্যাডাম লিথ। তাঁর ফেরার পর নিয়মিত বিরতিতে উইকেট পড়েছে মুলতানের।

মূলত হারিস রউফ এবং ডেভিড ওয়াইসের তোপের সামনে দাঁড়াতে পারেনি দলটি। দুজনই নিয়েছেন তিনটি করে উইকেট। ২টি করে উইকেট পেয়েছেন শাহীন আফ্রিদি এবং দিলবার হোসাইন।

  •