My Sports App Download
500 MB Free on Subscription


করোনা আক্রান্ত আরও তিন পাকিস্তানি ক্রিকেটার

করোনা বিরতি কাটিয়ে ইংল্যান্ড সিরিজ দিয়ে ক্রিকেটে ঢুকেছিল পাকিস্তান। সেই সিরিজটি বেশ আলোচিত ছিল। তবে সকল আলোচনা চাপা পড়ে যাচ্ছে নিউজিল্যান্ড সফরে এসে।

পাকিস্তানি ক্রিকেট দলের ভাগ্যে যেন শনির দশা লেগেই রয়েছে। করোনা কিছুতেই পিছু ছাড়ছে তা দলটির। নিউজিল্যান্ড সফরে এসে প্রথমবারের করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন ৭ ক্রিকেটার। দ্বিতীয় বারের পরীক্ষায় এবারে করোনা ইতিবাচক হয়েছেন আরও তিনজন। এ নিয়ে চলতি সফরে পাকিস্তানের ১০ জন ক্রিকেটার করোনায় আক্রান্ত হলেন।

নতুন করে আক্রান্ত তিন ক্রিকেটারকে আইসোলেশনে পাঠানো হয়েছে। যদিও বাকিরা নিজেদের ভেতর অনুশীলনের সুযোগ পেয়েছেন। হোটেলে বায়ো সুরক্ষিত পরিবেশের ভেতর থেকেই অনুশীলন করতে পারছেন বাবর আজমরা।

গেল মাসে নিউজিল্যান্ডে টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে ৫৩ জনের বহর নিয়ে সফরে গিয়েছিল পাকিস্তান। নিউজিল্যান্ডে পৌঁছেই করোনা পরীক্ষা করানো হয় তাঁদের। সেখানে প্রথম দিনেই ছয় জনের দেহে করোনার উপস্থিতি পেয়েছিল নিউজিল্যান্ডের স্বাস্থ্য বিভাগ। পরদিন আরও একজন করোনা শণাক্ত হয়েছিলেন।

স্বাস্থ্য বিভাগ ধারণ করছিল যে দ্বিতীয় পরীক্ষায় আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। সে আশঙ্কাই সত্য হল। এখন পর্যন্ত মোট ১০ জন করোনা আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় পরীক্ষায় নেগেটিভ আসা সদস্যরা বর্তমানে পর্যবেক্ষণে রয়েছেন।

যদিও ইতোমধ্যে সুস্থ্য হয়ে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন মোহাম্মদ আব্বাস এবং সরফরাজ আহমেদ।

এর আগে ইংল্যান্ড সফরের আগে ৯ পাকিস্তানি ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছিলেন। সেই নয় জনের ভেতর দুইজন চলতি সফরেও আক্রান্ত হন।

  •