অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন এনামুল হক বিজয়। ২০১৫ সালে শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন এনামুল। এই ফরম্যাটে গত কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটে ভালো করতে পারছেন না তিনি। একদিন পর শুরু হওয়ার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ভালো কিছু করার স্বপ্ন এনামুলের চোখে, ‘ব্যক্তিগতভাবে লক্ষ্য মন খুলে খেলা।
আমি যেভাবে খেলতে পছন্দ করি আমার মতো করে খেলতে চাই, যাতে দলকে কিছু দিতে পারে। আমিও খুবই রোমাঞ্চিত আমার নিজের সেরাটা দেয়ার। অনেক দিন ধরেই ওভাবে মেলে ধরতে পারছি না। চেষ্টা করবো এই টুর্নামেন্টে বিজয়কে ফিরিয়ে আনার।’
দলের সিনিয়র ক্রিকেটারদের পাশাপাশি থেকে শিখতে চান এনামুল, ‘যখনই আমি দেখেছি আমাদের দলে সাকিব ভাই, রিয়াদ ভাই, ইমরুল ভাইরা আছেন, তখনোই বাড়তি ভালো লাগা কাজ করেছে। আশা করি তাদের সঙ্গে খেলতে পেরে দারুণ কিছু শিখতে পারব। পাশাপাশি সেগুলো কাজে লাগাতে পারব। তাদের সঙ্গে থাকাটা নিশ্চিত ভাবেই বাড়তি একটা আনন্দ ও অনুপ্রেরণা দেবে।’