আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ওজনের খেলোয়াড় রাকিম কর্নওয়াল। ৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার ১৪০ কেজি ওজনের এই ক্রিকেটারে কাপিয়ে দিয়েছেন বাংলাদেশ ব্যাটিং লাইনআপকে। শনিবার তার ঘূর্ণিজাদুর সামনে মুখ তুবরে পড়ে লিটন-মুশফিকরা। ক্যারিয়ারের পঞ্চম টেস্ট খেলতে নেমেই পেয়ে গেছেন ৫ উইকেট। এমন অর্জনে দারুন উচ্ছ্বাসিত কর্নওয়াল জানালেন, চট্টগ্রামের মতো ঢাকাতে জিততে হলেও ৪০০ রানের মতো লক্ষ্য দিতে চায় ক্যারিবীয়রা।
৭৪ রানে ৫ উইকেট নিয়ে সংবাদ মাধ্যমকে কর্নওয়েল জানালেন নিজের অনুভূতি, ‘পাঁচ উইকেট পাওয়া সব সময়ই ভালো অনুভূতি। আমি দলকে জয়ের জন্য ভালো একটি অবস্থানে নিয়ে গেছি, এটি একটি ভালো অনুভূতি।’ নিজেদের পরিকল্পনা নিয়ে কর্নওয়েল বলেছেন, ‘পরিকল্পনা ছিল ব্যাপারটি সহজ রাখা, ধৈর্য ধরা এবং সঠিক জায়গায় বল করা। আমার মনে হয় ব্যাটসম্যানরা আগের দিন যা করেছে তা বোলারদের তাদের কাজ করতে সাহায্য করেছে।’
বাংলাদেশি ব্যাটসম্যানদের বল করাটা সহজ কিনা এমন প্রশ্নের জবাবে এই অফস্পিনার বলেছেন, ‘না না, আমার মনে হয় তারা দারুণ খেলোয়াড়। আমি পরিকল্পনা মাফিক ঠিক জায়গায় বল করেছি এবং অপেক্ষা করেছি বাংলাদেশ ব্যাটসম্যানদের ভুলের জন্য।’ দিনশেষে ১৫৪ রানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। এমন অবস্থায় নিজেদের এগিয়ে রাখছেন সফরকারী দলের এই ক্রিকেটার, ‘আমার মনে হয় আমরা একটু এগিয়ে চালকের আসনে আছি। তবে কালকের (রবিবার) দিনটি গুরুত্বপূর্ণ। তবে আমার মনে হচ্ছে ৪০০ এর উপরে যেকোনো টার্গেটই আমাদের জন্য সুবিধাজনক হবে। আমাদের শুধু কালকে সকালে ভালো ব্যাটিং করতে হবে এবং পরে আমরা বাংলাদেশকে আক্রমণ করতে পারব।