My Sports App Download
500 MB Free on Subscription


বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দেখে নিন কে কোন দলে

বৃহস্পতিবার দুপুরে ঢাকার স্থানীয় এক হোটেলে প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে ৫ টি দল তাদের ক্রিকেটারদের দলে নেওয়ার সুযোগ পেয়েছে। প্রায় দুই ঘন্টার প্লেয়ার ড্রাফটে প্রতিটি দল ১৬ জন করে ক্রিকেটার দলে ভেড়ানোর সুযোগ পায়। দলগুলো জাতীয় দল, হাইপারফরম্যান্স ইউনিটের ক্রিকেটারদের প্রাধান্য দিয়েছে বেশি। এছাড়া দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা বেশ কয়েকজন ক্রিকেটারও সুযোগ পেয়েছেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে।

বৃহস্পতিবার প্লেয়ার ড্রাফটের ১৫৭ জন ক্রিকেটারদের থেকে ৫ টি দল ৮০ জন ক্রিকেটার নির্বাচন করে। সবমিলিয়ে প্রতিটি দলই ভারসাম্যপূর্ণ দল গঠন করেছে।

কেমন হলো দলগুলো:

বেক্সিমকো ঢাকা: মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, নাঈম শেখ, নাঈম হাসান, শাহাদাত হোসেন দিপু, আকবর আলী, ইয়াসির আলী রাব্বি, সাব্বির রহমান, মেহেদী হাসান রানা, মুক্তার আলী, শফিকুল ইসলাম, আবু হায়দার রনি, পিনাক ঘোষ ও রবিউল ইসলাম রবি।


জেমকন খুলনা: সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আল আমিন হোসেন সিনিয়র, এনামুল হক বিজয়, শামীম হোসেন, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম চৌধুরী, শহিদুল ইসলাম, রিশাদ হোসেন, নাজমুল ইসলাম অপু, জাকির হাসান, সালমান হোসেন ও জহুরুল ইসলাম।

ফরচুন বরিশাল: তামিম ইকবাল, তাসকিন আহমেদ ও ইরফান শুক্কুর, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ রাহী, তৌহিদ হৃদয়, তানভীর ইসলাম, সুমন খান, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল অঙ্কন, পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম ও সোরওয়ার্দী শুভ।

গাজী গ্রুপ চট্টগ্রাম: মোস্তাফিজুর রহমান, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম, জিয়াউর রহমান, তাইজুল ইসলাম, শামসুর রহমান, নাহিদুল ইসলাম, সৈকত আলী, মুমিনুল হক, রাকিবুল হাসান, সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান জয় ও মেহেদী হাসান।

মিনিস্টার গ্রুপ রাজশাহী: সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসান, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, ফরহাদ রেজা, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি, এবাদত হোসেন, ফজলে মাহমুদ রাব্বি, রনি তালুকদার, আনিসুল ইমন, রেজাউর রহমান, জাকির আলী অনিক, রাকিবুল হাসান সিনিয়র, মুকিদুল ইসলাম ও সানজামুল ইসলাম।

  •