My Sports App Download
500 MB Free on Subscription


১০০/১৫০ রানের জুটির দিকে তাকিয়ে তামিম

ঢাকা টেস্টের দুই দিনেই আধিপত্য বিস্তার করে খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিংয়ে আধিপত্য বিস্তারের পর বোলিংয়েও আধিপত্য বিস্তার করে খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিন শেষে মুমিনুরেল দল ৩০৪ রান, পাহাড়ের নিচে চাপা পড়েছে। তামিম মনে করেন টেস্টের নিয়ন্ত্রণ নিতে হলে বাকি ব্যাটসম্যানদের ১০০ থেকে ১৫০ রানের জুটি করতে হবে।

বাংলাদেশি বোলারদের অসহায় বানিয়ে স্কোরবোর্ডে ৪০০ প্লাস রান তুলেছে ক্যারিবীয় ব্যাটসম্যানরা। এরপর ৪০৯ রানের বড় লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ক্যারিবীয় বোলারদের বোলিং তোপে পড়ে ৭১ রানে টপ অর্ডার চার ব্যাটসম্যানকে হারায় বাংলাদেশ। পঞ্চম উইকেটে মুশফিক-মিঠুন মিলে ৩৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন। বিশেষজ্ঞ ব্যাটসম্যান বলতে বাকি আছেন মেহেদী হাসান ও লিটন দাস। দ্বিতীয় দিন শেষে টেস্টের যা অবস্থা তাতে করে নিচের ব্যাটসম্যানদের দিকেই তাকিয়ে তামিম।দ্বিতীয় দিনের ম্যাচ শেষ সংবাদ মাধ্যমকে তামিম বলেছেন, ‘আমরা যদি কালকে বড় পার্টনারশিপ করতে পারি, ১০০-১৫০ রানের জুটি গড়তে পারি, তাহলে আবার ম্যাচে ফিরতে পারব।’নিজেদের ভুলে উইকেট বিলিয়ে দিয়ে আসায় হতাশ তামিম, ‘ প্রথমত উইকেট অসম্ভব ভালো ছিল। আমরা যখন ব্যাটিংয়ে নামি তখনও অনেক ভালো ছিল। যে চারটা উইকেট পড়েছে, তার কোনটাই ভালো কোন বল ছিলো না।

চারটি আউটের জন্যই ব্যাটসম্যানরা দায়ি। আজকে যদি আমাদের ২টা উইকেট কম পড়ত এবং এই রানটা থাকত। তাহলে আমাদের অবস্থান আরও ভালো হতো। যেহেতু ৪টা উইকেট পড়ে গেছে, তাই বলতেই হবে ওরা ভালো অবস্থানে আছে।’ দ্বিতীয় দিন শেষে অপরাজিত থাকা দুই ব্যাটসম্যান মুশফিক ও মিঠুনের কাছে বড় জুটি আশা করছেন। তবে সেক্ষেত্রে শনিবার সকালের সেশনটা নিয়েই যত ভয় বাংলাদেশর সেরা এই ওপেনারের, ‘উইকেট এখনও পর্যন্ত খুব ভালো। যেটা নিয়ে চিন্তার কিছু নেই। আমাদের জন্য গুরুত্বপূর্ণ থাকবে কালকে প্রথম সেশনটা। আমরা যেন উইকেট না হারাই। কারণ অলরেডি আমাদের ৪টা উইকেট পড়ে গেছে। খুব বেশি ব্যাটিং বাকি নেই। এ পার্টনারশিপের ওপরেই অনেক কিছু নির্ভরকরবে যে কেমন হবে ম্যাচটা। তাই এটাই আশা করতে পারি যে তাদের (মুশফিক-মিঠুন) একটা ভালো পার্টনারশিপ হবে।’বাস্তবিক দিক বিবেচনায় এই টেস্টে বাংলাদেশের সম্ভাবনা কেমন দেখছেন? এমন প্রশ্নের জবাবে তামিম বলেছেন, ‘বিশ্বাস তো করতেই হবে। যেটা বললাম যদি চারটা উইকেট না পড়তো তাহলে আমরা বেটার সিচুয়েশনে থাকতাম। কঠিন, কিন্তু আমি বলবো না যে আমি এটা বিশ্বাস করিনা। আমরা নিজেদের প্রতি বিশ্বাস রাখছি যে এখান থেকে বড় কোন জুটি হবে।’