My Sports App Download
500 MB Free on Subscription


তিন চারদিনের মধ্যে ফ্লাইট ধরো: রোহিত-ইশান্তকে শাস্ত্রী

অস্ট্রেলিয়ার বিপক্ষে পূর্নাঙ্গ সিরিজ খেলতে বর্তমানে দেশটিতে আছে ভারত। এই সফরে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি কোনোটির স্কোয়াডেই নেই ওপেনার রোহিত শর্মা ও পেসার ইশান্ত শর্মা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সময় চোঁটে পড়েন এই দুই জন।

হ্যামস্ট্রিংয়ে চোঁট পাওয়া রোহিত এবং পাঁজরে চোঁট পাওয়া ইশান্ত দুজনেই বর্তমানে নিজেদের পুনর্বাসন প্রক্রিয়া সারছেন ভারতে থেকে। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে হলে তাদের কয়েক দিনের মধ্যেই বিমানে উঠার পরামর্শ দিয়েছেন ভারতীয় জাতীয় দলের কোচ রবি শাস্ত্রী।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে ১৭ ডিসেম্বর। তার আগে ১১ তারিখ থেকে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। তাই রোহিত ও ইশান্তকে টেস্ট সিরিজে খেলতে হলে অস্ট্রেলিয়ায় পৌঁছাতে হবে ১০ ডিসেম্বরের মধ্যে। দেশটিতে পৌঁছে ১৪ দিনের কোয়ারেন্টাইনে বাধ্যবাধকতা থাকায় তাদের দেশ ছাড়তে হবে ২৬ নভেম্বরের আগেই।

এই কারণেই রোহিত ও ইশান্তকে শীঘ্রই অস্ট্রেলিয়ার বিমান ধরার পরামর্শ দিয়ে শাস্ত্রী বলেন, ‘যদি তোমাকে টেস্ট সিরিজ অথবা লাল বলে খেলতে হয়। আগামী তিন থেকে চারদিনের মধ্যেই বিমানে উঠতে হবে। যদি সেটা না পারো, তাহলে খেলাটা খুবই কঠিন হয়ে যাবে।'

'একই কথা রোহিতের ক্ষেত্রেও। আপনি জানেন না সে কবে আসতে পারবে। আমি যেটা বললাম যদি কাউকে টেস্ট সিরিজে খেলতে হয় তাহলে আগামী চার পাঁচদিনের মধ্যেই ফ্লাইট ধরতে হবে। না হলে এটা কঠিন হয়ে যাবে।’

সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকতে অজিদের বিপক্ষে শেষ দুই টেস্টে থাকবেন না বিরাট কোহলি। এই প্রসঙ্গে শাস্ত্রি বলেন, ‘আমার মনে হয় সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এমন মুহূর্তে বারবার আসে না। তার সুযোগটা আছে, সে চলে যাচ্ছে। আমার মনে হয় সে এটাতে খুব খুশি।’

কোয়ারেন্টাইনের সময় অনুশীলনের সুবিধা দেয়ায় এটি আরও সহজ হয়েছে বলে মনে করেন ভারতীয় কোচ, ‘এটা কঠিন কোয়ারেন্টাইন। হয়তো পুরো সফর শেষে এটা আরও কঠিন হিসেবে দেখবো। কিন্তু এটা নিশ্চিত, যখন তারা বললো কেয়ারেন্টাইনের সময় অনুশীলন করা যাবে। তখন জিনিসটা আরও সহজ হয়ে গেছে। ’