My Sports App Download
500 MB Free on Subscription


আরেকটি সুযোগ পাচ্ছেন সাইফ

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন সাইফ হাসান। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে করেছেন ১ রান। দ্বিতীয় টেস্টের আগে ভাবা হয়েছিল, হয়তো সাইফকে বসিয়ে তামিমের সঙ্গী হিসেবে দেখা যাবে সাদমানকে। কিন্তু প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, সাইফকে আরও একটি সুযোগ দিতে চান।

বুধবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেছেন, ‘আমি নিশ্চিতভাবেই সাইফকে আরও একটি সুযোগ দেবো। টেস্টে ব্যাটিং উদ্বোধন করা সব সময়ই কঠিন। অনেক ওপেনার নিজেদের পায়ের নিচের মাটি (বৃহস্পতিবার) টেস্টে ডানহাতি ও বাঁহাতি ওপেনার থাকা সব সময়ই ভালো। সাইফ আগামীকাল খেলবে।’ঘরোয়া ক্রিকেটে দূর্দান্ত কাটালেও জাতীয় দলের হয়ে খেলতে নামলেই বিপর্যয়ে পড়ে যান সাইফ। জাতীয় দলের হয়ে ৩ ম্যাচে ৫ ইনিংসে রান মাত্র ২৫। সাইফের জন্য শ্রীলঙ্কায় দ্বিতীয় টেস্টটি তাই বড় সুযোগ, নিজেকে প্রমাণ করার। হয়তো নিজের করা দুটি ডাবল সেঞ্চুরি থেকেই আত্মবিশ্বাস নেবেন সাইফ!

সাইফের খেলার বিষয়টি নিশ্চিত করলেও পুরো একাদশ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশের এই প্রধান কোচ, ‘আমাদের দেখতে হবে বোলারদের জন্য কতটা কঠিন হয়। বোলাররা মাত্র তিন দিন আগেই এই গরমে বোলিং করেছে। ইনিংসে ৩০-৩৫ ওভার করে বল করা মোটেও সহজ নয়। আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে। ওরা শারিরিক ভাবে কতটা প্রস্তুত আছে, এই গরমে-উত্তপ্ত পরিস্থিতিতে বোলিং করা খুব কঠিন। উইকেটও আবার দেখতে হবে। আজ (অনুশীলনে) আমরা সবার অবস্থা বোঝার চেষ্টা করবো। এরপর রাতে হয়ত একাদশ নিয়ে একটা সিদ্ধান্ত নিতে পারি।’

আগের টেস্টে তাসকিন, রাহী ও এবাদত নিয়ে ছিল বাংলাদেশের পেস আক্রমণ। সবকিছু ঠিক থাকলে এই পেসত্রয়ীই খেলবেন দ্বিতীয় টেস্ট। তবে গরমের কথা চিন্তা করে অবশ্য ২/১ জায়গায় পরিবর্তন আসলেও আসতে পারে, ‘অবশ্যই ওরা তিনজনই এখন আমাদের প্রথম সারির পেসার। এছাড়া শরিফুল নেটে খুব ভাল কাজ দেখিয়েছে। আমি চাই এই তিনজনকেই এই টেস্টে খেলাতে। কিন্তু আগে যেমনটা বললাম, দেখতে চাই ওরা এই গরমে টানা বোলিংয়ের চাপটা কতটা নিতে পারছে। আমরা এখনও শেষ সিদ্ধান্তটা নেইনি, তবে চেস্টা করবো ওরা তিনজনই যেন খেলতে পারে।’ 

প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও ৬ ব্যাটসম্যান নিয়ে মাঠে নামার জোড় সম্ভাবনা আছে মুমিনুলদের, ‘সাকিব থাকলে আমরা হয়ত সাতজন ব্যাটসম্যান নিয়ে খেলতাম। সাকিব ওভারগুলো বাড়তি কাজে দিত। কিন্তু এখন এই সুবিধাটা না থাকায় আমাদের সাহসী হতে হবে। ৫ বোলার নিয়ে খেলতে হবে যেন তারা ২০ উইকেট এনে দিতে পারে।’ গত কয়েক বছর ধরে টেস্টে নিয়মিত মুখ আবু জায়েদ রাহী। ক্যান্ডিতে অনুষ্ঠিত প্রথম টেস্টে খুব ভালো বোলিং করতে পারেনি এই পেসার। যদিও ডমিঙ্গো আশা করছেন দ্বিতীয় টেস্টেই ভালো করবেন রাহী, ‘রাহী কোয়ালিটি বোলার, হয়ত প্রথম টেস্টের উইকেটে মানিয়ে নিতে পারেনি। এমনিতে সে কিন্তু আমাদের সবচেয়ে ধারাবাহিক বোলার। টেস্টে আমাদের নিয়ন্ত্রন এনে দিতে পারে। আমার আশা থাকবে সামনের ম্যাচে সে অবশ্যই ভাল করবে।’

  •