বাংলাদেশের উইকেটে বরাবরই প্রভাব বিস্তার করেন স্পিনারা। তবে ওয়েস্ট ইন্ডিজ দলের পেসার কেমার রোচ জানিয়েছেন, এই উইকেট থেকে সুবিধা তুলে নিতে পারবেন পেসাররাও। সেই সঙ্গে বাংলাদেশের ২০ উইকেট তুলে নেয়ার জন্য কি করতে হবে সেটাও জানা আছে এই ক্যারিবীয় পেসারের।
যদিও এই দুই দলের সর্বশেষ টেস্ট সিরিজে রাজত্ব করেছেন স্পিনাররাই। সেবার দুই ম্যাচ টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের লজ্জায় ফেলেছিল বাংলাদেশ। রোচ মনে করেন, এবার পেস দিয়েই বাংলাদেশকে জবাব দিতে পারবেন তারা।
নিজেদের পরিকল্পনা প্রসঙ্গে রোচ বলেছেন, 'আমাদের ইতিবাচক থাকতে হবে এবং যতটা ভালোভাবে সম্ভব পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশ সফর সবসময়ই কঠিন। ছেলেরা তিন সপ্তাহ ধরে কঠোর পরিশ্রম করছে। একটা ভালো সংগ্রহ গড়তে এবং ম্যাচে ২০ উইকেট নিতে কি করতে হবে, আমরা জানি।'
গত কয়েক বছরে বাংলাদেশের বিপক্ষে অনেক ম্যাচ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। তাই বাংলাদেশের দুর্বলতা বেশ ভালোই জানা ক্যারিবীয়দের। রোচ ভালো করেই জানেন, তাদের গতি আর সিম মুভমেন্ট বাংলাদেশের উইকেটে খুব একটা কাজে দেবে না। তাই টাইগার ব্যাটসম্যানদের দুর্বল জায়গায় আঘাত করার পরিকল্পনা আঁটতে চান রোচ।
তিনি বলেছেন, 'পেসারদের এখানে কঠোর পরিশ্রম করতে হবে। গতি কিংবা সিম মুভমেন্টের জন্য সহায়ক হবে না পিচ। ঠিক জায়গায় ধারাবাহিকভাবে বল করে যেতে হবে। ব্যাটসম্যানকে সামনের পায়ে চ্যালেঞ্জ জানাতে হবে। বাংলাদেশে সাফল্য পাওয়ার এটাই সবচেয়ে ভালো পথ। নিজেকে উজাড় করে দিয়ে বোলিং করতে হবে। বাংলাদেশের মিডল অর্ডারকে ভোগাতে যত তাড়াতাড়ি সম্ভব রিভার্স সুইং করানোর চেষ্টা করতে হবে।'
তিনি আরও বলেন, 'আমাদের পরিকল্পনা করাই আছে। বাংলাদেশি ব্যাটসম্যানদের আমরা চিনি। কয়েক বছর ধরে ওদের দলটা প্রায় একই আছে। ওদের মূল ব্যাটসম্যানরাই কাজটা করে। ওদের খুব ভালো করে জানি আমরা। টিম মিটিংয়ে আমরা যে পরিকল্পনা ঠিক করব সেটার বাস্তবায়ন গুরুত্বপূর্ণ।'