আগামী সোমবার থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। ১২ টি দল নিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে গত বছর স্থগিত হওয়া লিগটি। টেলিভিশনে সম্প্রচার না করলেও ম্যাচগুলো লাইভ স্ট্রিমিং করা হবে বলে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ মাধ্যমকে জালার ইউনুস বলেছেন, ‘তিনটা ভেন্যুতে খেলা হবে, মিরপুর আর বিকেএসপির ম্যাচগুলো হবে। মিরপুরে হয়তো ২/১ ম্যাচ টিভিতে সম্প্রচার হতে পারে। তবে বিকেএসপির খেলা সম্প্রচারের সম্ভাবনা কম।তবে যদি লাইভ স্ট্রিমিং করতে পারি। শুনেছি সেই ব্যবস্থা নেওয়া হবে, সিসিডিএম সেই ব্যবস্থা নেবে।’
দীর্ঘ বিরতীর পর অবশেষে ক্রিকেটারদের সবচেয়ে গুরুত্বপূর্ণ লিগটি শুরু হচ্ছে। লিগটি শুরু করতে পেরে স্বস্তি বিসিবিরও, ‘প্রিমিয়ার লিগ তো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ লিগ। গত বছর হয়নি। এতজন খেলোয়াড় এটার সাথে জড়িত। অনেকের জন্য এটা রুটি-রুজি। দুইটা লিগ যদি পরপর না হয় এটা তো গুরুতর ব্যাপার। আমাদের খেলোয়াড়দের দিকটাও দেখতে হচ্ছে। আমরা সবরকম ব্যবস্থা নিয়েছি। ক্রিকেটারদের নিরাপদ পরিবেশে খেলানোর সর্বাত্মক চেষ্টা করব।’
আন্তর্জাতিক ক্রিকেটারদের মতো ঢাকা লিগেও একই প্রক্রিয়ায় জৈব সুরক্ষা বলয় তৈরি করা হবে বলে জানিয়েছেন বিসিবির এই পরিচালক, ‘চারটা হোটেল ইতোমধ্যে ক্রিকেটারদের জন্য বরাদ্দ করা হয়েছে। প্রতিটি হোটেলে কমপ্লেইন্টস ম্যানেজার রাখা হয়েছে, যাতে বায়োবাবল তারা মনিটরিং করতে পারে। কর্মকর্তা ও খেলোয়াড়রা সেসব হোটেলেই থাকবে। আন্তর্জাতিক ক্রিকেটের মত এসব বিষয় রাখার চেষ্টা করব। ইতোমধ্যে দুটি করোনা পরীক্ষা হয়েছে। লিগ চলাকালে আরও পরীক্ষা করাবো। যে স্টাফরা মাঠে থাকবে তাদেরও করোনা পরীক্ষা করিয়ে মাঠে রাখার বিষয়ে চেষ্টা করব।’