My Sports App Download
500 MB Free on Subscription


ছিটকে গেলেন ওয়েগনার

নিউজিল্যান্ডের বোলিং আক্রমণের অন্যতম বড় ভরসার নাম নেইল ওয়েগনার। ঘরের মাঠে তাঁকে ঘিরেই নিজেদের পরিকল্পনা সাজায় কিউইরা। প্রথম টেস্টে এই পেসারদের বিপক্ষে রীতিমত নাভিশ্বাস উঠেছে পাকিস্তানি ব্যাটসম্যানদের।

এরফলে ম্যাচ বাঁচানোর অনেক কাছে গিয়েও ওয়েগনারের বোলিং তোপে শেষ পর্যন্ত হারতে হয়েছে পাকিস্তানকে। দ্বিতীয় টেস্টের আগে স্বস্তির খবরই পেল সফরকারী। ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে ছিটকে গেছেন ওয়েগনার।

নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড বার্তা সংস্থা রয়টার্সকে ওয়েগনারের ছিটকে যাওয়ার খবরটি নিশ্চিত করেছেন। পায়ের পাতায় চোট নিয়েও মাউন্ট মঙ্গুনুইতে দুর্দান্ত বোলিং করেছেন ওয়েগনার।

দুই ইনিংস মিলিয়ে ৪৯ ওভার বল করে ৪ উইকেট নিয়েছেন। সেই সঙ্গে বাউন্স আর নিয়ন্ত্রিত বোলিংয়ে একপ্রান্তে পাকিস্তানকে চেপে ধরে ছিলেন তিনিই। 

কিউইদের প্রধান কোচ মনে করেন এমন কীর্তি আর কেউ করতে পারবে না। তিনি বলেন, ‘নেইল ছিল সত্যিই অসাধারণ, আমার মনে হয় সে গত টেস্টে যা করেছে আর কেউ এমন করতে পারত।’

ওয়েগনারের ইনজুরি প্রসঙ্গে তিনি বলেন, ‘সে আমাদের সঙ্গে ক্রাইস্টচার্চে যাচ্ছে না। সে ব্যথানাশক ইনজেকশন মেরে খেলেছিল। আমরা আবার তাকে এই পরিস্থিতি দিয়ে যেতে দিতে পারি না।’

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ১০১ রানের জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড। ৩ জানুয়ারি ক্রাইস্টচার্চে সিরিজের শেষ ম্যাচ খেলবে এই দুই দল।